Bangla NewsPhoto gallery Serena Williams honored as 'Fashion Icon' by Fashion Institute of Technology of New York here see serena's some amazing fashionable image
Serena Williams: মেয়ের সঙ্গে জুটি বেঁধে ফ্যাশন কোর্টে সেরেনা, দেখুন ছবিতে
২৩টি গ্র্যান্ড স্লামের মালকিন সেরেনা উইলিয়ামস (Serena Williams) কোর্টে যেমন তাঁর খেলা দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন, তেমনই তাঁর ফ্যাশন স্টেটমেন্টে মুগ্ধ গোটা দুনিয়া। সম্প্রতি নিউ ইয়র্কের নাম করা দ্য ফ্যাশন ইন্সটিটিউট অব টেকনোলজির তরফ থেকে টেনিস সুন্দরী সেরেনা উইলিয়ামসকে এই ফ্যাশন নিয়েই স্বীকৃতি দেওয়া হয়েছে। 'ফ্যাশন আইকন' অ্যাওয়ার্ড পেয়েছেন সেরেনা। তিনি টেনিসের একাধিক টুর্নামেন্টে বিশেষ ডিজাইন করা পোশাক পরেন। তাঁর খুদে কন্যা অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রের সঙ্গেও তাঁকে একাধিকবার টিউনিং করে পোশাক পরতে দেখা গিয়েছে।