
টেনিস কোর্টে সেরেনার খেলা ও ফ্যাশন দুটোই নজরকাড়া। মায়ের মতোই খুদে অলিম্পিয়াও ফ্যাশনিস্তা হয়ে উঠেছে। ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী সেরেনার নতুন ইন্সটা পোস্ট দেখেছেন? (ছবি-সেরেনা উইলিয়ামস ইন্সটাগ্রাম)

একাধিক ফটোশুট করেন টেনিস সুপারস্টার সেরেনা। নীল জলের সামনে বিকিনিতে আগুন ঝরানো ছবিখানা দেখেছেন? (ছবি - ইন্সটাগ্রাম)

গরমে আপনি হাঁসফাস করছেন? এদিকে দেখুন সেরেনা এই 'সামার' চুটিয়ে উপভোগ করছেন। দেখে নিন ইন্সটাতে পোস্ট করা সেরেনার সান কিসড ছবি। (ছবি-সেরেনা উইলিয়ামস ইন্সটাগ্রাম)

একাধিক বার টিউনিং করে কোর্টে ও বিভিন্ন অ্যাওয়ার্ড শো-তে মেয়ে অলিম্পিয়ার সঙ্গে দেখা গিয়েছে সেরেনাকে। (ছবি-সেরেনা উইলিয়ামস ইন্সটাগ্রাম)

ফ্যাশন আইকন সেরেনার নজরকাড়া পোশাকের জুড়িমেলা ভার। উল্লেখ্য সেরেনার নিজস্ব জুয়েলারি ও পোশাকের ব্র্যান্ড রয়েছে। যার নাম 'এস বাই সেরেনা' (S by Serena)। (ছবি-সেরেনা উইলিয়ামস ইন্সটাগ্রাম)