Serena Williams: মেয়ের সঙ্গে জুটি বেঁধে ফ্যাশন কোর্টে সেরেনা, দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 22, 2022 | 10:00 AM

২৩টি গ্র্যান্ড স্লামের মালকিন সেরেনা উইলিয়ামস (Serena Williams) কোর্টে যেমন তাঁর খেলা দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন, তেমনই তাঁর ফ্যাশন স্টেটমেন্টে মুগ্ধ গোটা দুনিয়া। সম্প্রতি নিউ ইয়র্কের নাম করা দ্য ফ্যাশন ইন্সটিটিউট অব টেকনোলজির তরফ থেকে টেনিস সুন্দরী সেরেনা উইলিয়ামসকে এই ফ্যাশন নিয়েই স্বীকৃতি দেওয়া হয়েছে। 'ফ্যাশন আইকন' অ্যাওয়ার্ড পেয়েছেন সেরেনা। তিনি টেনিসের একাধিক টুর্নামেন্টে বিশেষ ডিজাইন করা পোশাক পরেন। তাঁর খুদে কন্যা অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রের সঙ্গেও তাঁকে একাধিকবার টিউনিং করে পোশাক পরতে দেখা গিয়েছে।

1 / 5
টেনিস কোর্টে সেরেনার খেলা ও ফ্যাশন দুটোই নজরকাড়া। মায়ের মতোই খুদে অলিম্পিয়াও ফ্যাশনিস্তা হয়ে উঠেছে। ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী সেরেনার নতুন ইন্সটা পোস্ট দেখেছেন? (ছবি-সেরেনা উইলিয়ামস ইন্সটাগ্রাম)

টেনিস কোর্টে সেরেনার খেলা ও ফ্যাশন দুটোই নজরকাড়া। মায়ের মতোই খুদে অলিম্পিয়াও ফ্যাশনিস্তা হয়ে উঠেছে। ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী সেরেনার নতুন ইন্সটা পোস্ট দেখেছেন? (ছবি-সেরেনা উইলিয়ামস ইন্সটাগ্রাম)

2 / 5
একাধিক ফটোশুট করেন টেনিস সুপারস্টার সেরেনা। নীল জলের সামনে বিকিনিতে আগুন ঝরানো ছবিখানা দেখেছেন? (ছবি - ইন্সটাগ্রাম)

একাধিক ফটোশুট করেন টেনিস সুপারস্টার সেরেনা। নীল জলের সামনে বিকিনিতে আগুন ঝরানো ছবিখানা দেখেছেন? (ছবি - ইন্সটাগ্রাম)

3 / 5
 গরমে আপনি হাঁসফাস করছেন? এদিকে দেখুন সেরেনা এই 'সামার' চুটিয়ে উপভোগ করছেন। দেখে নিন ইন্সটাতে পোস্ট করা সেরেনার সান কিসড ছবি। (ছবি-সেরেনা উইলিয়ামস ইন্সটাগ্রাম)

গরমে আপনি হাঁসফাস করছেন? এদিকে দেখুন সেরেনা এই 'সামার' চুটিয়ে উপভোগ করছেন। দেখে নিন ইন্সটাতে পোস্ট করা সেরেনার সান কিসড ছবি। (ছবি-সেরেনা উইলিয়ামস ইন্সটাগ্রাম)

4 / 5
একাধিক বার টিউনিং করে কোর্টে ও বিভিন্ন অ্যাওয়ার্ড শো-তে মেয়ে অলিম্পিয়ার সঙ্গে দেখা গিয়েছে সেরেনাকে। (ছবি-সেরেনা উইলিয়ামস ইন্সটাগ্রাম)

একাধিক বার টিউনিং করে কোর্টে ও বিভিন্ন অ্যাওয়ার্ড শো-তে মেয়ে অলিম্পিয়ার সঙ্গে দেখা গিয়েছে সেরেনাকে। (ছবি-সেরেনা উইলিয়ামস ইন্সটাগ্রাম)

5 / 5
ফ্যাশন আইকন সেরেনার নজরকাড়া পোশাকের জুড়িমেলা ভার। উল্লেখ্য সেরেনার নিজস্ব জুয়েলারি ও পোশাকের ব্র্যান্ড রয়েছে। যার নাম 'এস বাই সেরেনা' (S by Serena)। (ছবি-সেরেনা উইলিয়ামস ইন্সটাগ্রাম)

ফ্যাশন আইকন সেরেনার নজরকাড়া পোশাকের জুড়িমেলা ভার। উল্লেখ্য সেরেনার নিজস্ব জুয়েলারি ও পোশাকের ব্র্যান্ড রয়েছে। যার নাম 'এস বাই সেরেনা' (S by Serena)। (ছবি-সেরেনা উইলিয়ামস ইন্সটাগ্রাম)

Next Photo Gallery