Serena Williams: অবসরের জন্য প্রস্তুত ছিল ইউএস ওপেনের গ্যালারি, ম্যাচ জিতে গেলেন সেরেনা
সারাবছর ধরে ম্যাচ জিতেছেন মাত্র একটি। তাই সবাই ধরেই নিয়েছিলেন মঙ্গলবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচটাই হয়তো সেরেনা উইলিয়ামসের শেষ ম্যাচ। দানকা কোভিনিকের বিরুদ্ধে ম্যাচের পরই অবসর নিয়ে নেবেন মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, এটা ভেবে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র ওপেন কর্তৃপক্ষ। গ্যালারিতে উপস্থিত বিলি জিন কিং, ওপরা উইনফ্রেদের মতো মুখগুলি। সবাইকে ভুল প্রমাণিত করে কোভিনিককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন সেরেনা। ঝুলে রইল অবসর!