Gaming Room: বাড়িতে গেমিং রুম বানাতে চান? কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Nov 05, 2021 | 3:22 PM

গেমিং রুম আমাদের স্ট্রেস কমানোর অন্যতম উপায়। গেমিং রুমে আমরা আমাদের অতিরিক্ত সময় বিনোদনের মধ্যে কাটাতে পারি। এই জায়গায় গেম খেলার পাশপাশি আমরা বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজও করতে পারি। তাই সব ব্যাপার মাথায় রেখেই এই গেমিং রুম তৈরি করা উচিত।

1 / 6
গেমিং রুমে আমরা আমাদের অতিরিক্ত সময় বিনোদনের মধ্যে কাটাতে পারি। এই জায়গায় গেম খেলার পাশপাশি আমরা বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজও করতে পারি।

গেমিং রুমে আমরা আমাদের অতিরিক্ত সময় বিনোদনের মধ্যে কাটাতে পারি। এই জায়গায় গেম খেলার পাশপাশি আমরা বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজও করতে পারি।

2 / 6
গেমিং রুমের জন্য প্রথমেই যেটা দরকার তা হল একটা ঠিকঠাক জায়গা। ঘরের কোনে হলেও সেই জায়গাটি যাতে আপনার বিনোদনের মাত্রা পূরণ করার ক্ষেত্রে যথার্থ হয় তা খেয়ালে রাখতে হবে। সেজন্য একটা সুনির্দিষ্ট জায়গা বেছে নেওয়া খুব দরকার।

গেমিং রুমের জন্য প্রথমেই যেটা দরকার তা হল একটা ঠিকঠাক জায়গা। ঘরের কোনে হলেও সেই জায়গাটি যাতে আপনার বিনোদনের মাত্রা পূরণ করার ক্ষেত্রে যথার্থ হয় তা খেয়ালে রাখতে হবে। সেজন্য একটা সুনির্দিষ্ট জায়গা বেছে নেওয়া খুব দরকার।

3 / 6
গেমিং রুমে যেন যথাযথ আলোর ব্যবহার করা যায় তা দেখতে হবে। সাধারণ আলোর মধ্যে গেম খেলা আর কাজ করার মধ্যে বিশেষ তফাৎ থাকবে না। সে কারণে নানান রঙের আলো দিয়ে গেমিং রুমকে সুসজ্জিত করে তুলুন।

গেমিং রুমে যেন যথাযথ আলোর ব্যবহার করা যায় তা দেখতে হবে। সাধারণ আলোর মধ্যে গেম খেলা আর কাজ করার মধ্যে বিশেষ তফাৎ থাকবে না। সে কারণে নানান রঙের আলো দিয়ে গেমিং রুমকে সুসজ্জিত করে তুলুন।

4 / 6
গেমিং রুমে এসির ব্যবস্থা রাখা জরুরি। এসির ব্যবস্থা থাকলে সেক্ষেত্রে আপনার গ্যাজেটও ভাল থাকে আর রুমের মধ্যে বেশি ধুলোবালিও থাকে না।

গেমিং রুমে এসির ব্যবস্থা রাখা জরুরি। এসির ব্যবস্থা থাকলে সেক্ষেত্রে আপনার গ্যাজেটও ভাল থাকে আর রুমের মধ্যে বেশি ধুলোবালিও থাকে না।

5 / 6
গেমিং রুমকে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। নয়তো অতিরিক্ত নোংরা জমা হলে ইঁদুর বা আরশোলার উপদ্রব দেখা দেবে। আপনার বিনোদনের সময় তখন ইঁদুর আর আরশোলা তাড়াতেই কেটে যাবে।

গেমিং রুমকে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। নয়তো অতিরিক্ত নোংরা জমা হলে ইঁদুর বা আরশোলার উপদ্রব দেখা দেবে। আপনার বিনোদনের সময় তখন ইঁদুর আর আরশোলা তাড়াতেই কেটে যাবে।

6 / 6
গেমিং রুম সাউন্ডপ্রুফ যাতে হয় সেদিকে নজর রাখতে হবে। বাইরের অতিরিক্ত আওয়াজ রুমের মধ্যে ঢুকলে তা আপনার গেম খেলার সময় অসুবিধার তৈরি করতে পারে।

গেমিং রুম সাউন্ডপ্রুফ যাতে হয় সেদিকে নজর রাখতে হবে। বাইরের অতিরিক্ত আওয়াজ রুমের মধ্যে ঢুকলে তা আপনার গেম খেলার সময় অসুবিধার তৈরি করতে পারে।

Next Photo Gallery