Lewis Hamilton: ছবি প্রযোজনায় লুইস হ্যামিল্টন, কাজ করতে মুখিয়ে ব্র্যাড পিট

বিনোদন জগতে পা রাখলেন জনপ্রিয় ব্রিটিশ ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন। নাহ্, গতির দুনিয়ার ৩৭ বছর বয়সী এই হ্যান্ডসাম তারকা পর্দায় মুখ দেখাবেন না। ছবি প্রযোজনা করতে চলেছেন হ্যামিল্টন। যার শুভ সূচনা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই টিভি ও সিনেমা প্রোডাকশন কোম্পানি খুলে ফেলেছেন। যার নাম Dawn Apollo Films।

| Edited By: তিথিমালা মাজী

Oct 27, 2022 | 7:30 AM

1 / 5
বিনোদন জগতে পা রাখলেন জনপ্রিয় ব্রিটিশ ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন। নাহ্, গতির দুনিয়ার ৩৭ বছর বয়সী এই হ্যান্ডসাম তারকা পর্দায় মুখ দেখাবেন না। ছবি প্রযোজনা করতে চলেছেন হ্যামিল্টন। যার শুভ সূচনা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই টিভি ও সিনেমা প্রোডাকশন কোম্পানি খুলে ফেলেছেন। যার নাম Dawn Apollo Films। (ছবি:টুইটার)

বিনোদন জগতে পা রাখলেন জনপ্রিয় ব্রিটিশ ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন। নাহ্, গতির দুনিয়ার ৩৭ বছর বয়সী এই হ্যান্ডসাম তারকা পর্দায় মুখ দেখাবেন না। ছবি প্রযোজনা করতে চলেছেন হ্যামিল্টন। যার শুভ সূচনা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই টিভি ও সিনেমা প্রোডাকশন কোম্পানি খুলে ফেলেছেন। যার নাম Dawn Apollo Films। (ছবি:টুইটার)

2 / 5
বিনোদন জগতে অভিষেকেই তাবড় তাবড় নাম জুড়তে চলেছে হ্য়ামিল্টনের প্রোডাকশন কোম্পানির সঙ্গে। শোনা যাচ্ছে, ফর্মুলা ওয়ান তারকার ছবিতে কাজ করবেন বলে হত্যে দিয়ে পড়েছেন হলিউড তারকা ব্র্যান্ড পিট। ফোনে কথা হয়েছে টম ক্রুজের সঙ্গে। (ছবি:টুইটার)

বিনোদন জগতে অভিষেকেই তাবড় তাবড় নাম জুড়তে চলেছে হ্য়ামিল্টনের প্রোডাকশন কোম্পানির সঙ্গে। শোনা যাচ্ছে, ফর্মুলা ওয়ান তারকার ছবিতে কাজ করবেন বলে হত্যে দিয়ে পড়েছেন হলিউড তারকা ব্র্যান্ড পিট। ফোনে কথা হয়েছে টম ক্রুজের সঙ্গে। (ছবি:টুইটার)

3 / 5
নিজের পছন্দের বিষয় নিয়ে ছবির দুনিয়ার পা রাখবেন লুইস হ্যামিল্টন। ছবির নাম ঠিক না হলেও ফর্মুলা ওয়ানের উপর একটি সিনেমা তৈরি করবেন তিনি। ছবি পরিচালনার দায়িত্বে টপ গান: মাভেরিকের ডিরেক্টর জো কোসিনকি। সেই ছবিতেই মুখ্য ভূমিকায় কাজ করতে ইচ্ছুক ব্র্যান্ড পিট।  (ছবি:টুইটার)

নিজের পছন্দের বিষয় নিয়ে ছবির দুনিয়ার পা রাখবেন লুইস হ্যামিল্টন। ছবির নাম ঠিক না হলেও ফর্মুলা ওয়ানের উপর একটি সিনেমা তৈরি করবেন তিনি। ছবি পরিচালনার দায়িত্বে টপ গান: মাভেরিকের ডিরেক্টর জো কোসিনকি। সেই ছবিতেই মুখ্য ভূমিকায় কাজ করতে ইচ্ছুক ব্র্যান্ড পিট। (ছবি:টুইটার)

4 / 5
দ্বিতীয় ছবিটি হতে চলেছে একটি ডকুমেন্টারি। হ্যামিল্টনে ব্যক্তিগত জীবন তুলে ধরা হবে ওই তথ্যচিত্রে। কেন বিনোদন জগতে পা রাখার ইচ্ছে হল? হ্যামিল্টন বলেছেন, "আমি সবসময় সিনেমা জগতে ছিলাম। প্রচুর সিনেমা দেখি। তার মধ্যে বেশ কিছু ছবি দেখে অনুপ্রাণিত হয়েছি। আমার লক্ষ্য সেটাই থাকবে। মানুষের মনে প্রভাব ফেলবে এবং অনুপ্রাণিত করবে এমন গল্প নিয়ে হাজির হব আমরা।" (ছবি:টুইটার)

দ্বিতীয় ছবিটি হতে চলেছে একটি ডকুমেন্টারি। হ্যামিল্টনে ব্যক্তিগত জীবন তুলে ধরা হবে ওই তথ্যচিত্রে। কেন বিনোদন জগতে পা রাখার ইচ্ছে হল? হ্যামিল্টন বলেছেন, "আমি সবসময় সিনেমা জগতে ছিলাম। প্রচুর সিনেমা দেখি। তার মধ্যে বেশ কিছু ছবি দেখে অনুপ্রাণিত হয়েছি। আমার লক্ষ্য সেটাই থাকবে। মানুষের মনে প্রভাব ফেলবে এবং অনুপ্রাণিত করবে এমন গল্প নিয়ে হাজির হব আমরা।" (ছবি:টুইটার)

5 / 5
হ্যামিল্টন এখন নিজেকে আরও পাঁচটা জায়গায় সফল দেখতে চাইছেন। বিশেষ করে ব্য়বসায়। কিছুদিন আগেই আমেরিকান পেশাদার ফুটবল লিগে এনএফএলের দলে শেয়ার কিনেছেন। এবার ছবি প্রযোজনাতেও ঢুকে পড়লেন। তাঁর ব্যবসাও রেসিং ট্র্যাকের গাড়ির মতো দ্রুত গতিতে ছুটবে, আশা হ্যামিল্টনের। (ছবি:টুইটার)

হ্যামিল্টন এখন নিজেকে আরও পাঁচটা জায়গায় সফল দেখতে চাইছেন। বিশেষ করে ব্য়বসায়। কিছুদিন আগেই আমেরিকান পেশাদার ফুটবল লিগে এনএফএলের দলে শেয়ার কিনেছেন। এবার ছবি প্রযোজনাতেও ঢুকে পড়লেন। তাঁর ব্যবসাও রেসিং ট্র্যাকের গাড়ির মতো দ্রুত গতিতে ছুটবে, আশা হ্যামিল্টনের। (ছবি:টুইটার)