ছবিতে দেখুন; বিন্দি নাকি সৌন্দর্যের চাবিকাঠি, ট্রাই করুন এই ৭টি বিন্দি
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 20, 2021 | 3:31 PM
ভারতের সংস্কৃতিতে বিন্দি বা টিপের মাহাত্ম ছিল এবং আছে। কপালে টিপ পরলে নারীর রূপ আরও বৃদ্ধি পায়। এক অন্য সৌন্দর্য্যের সঙ্গে পরিচয় করায় বিন্দি। সেলেবরাও বিন্দিকে আপন করেছেন।
1 / 7
গোলাকার লাল বিন্দি—শাড়ি, কুর্তি; যে কোনও সাবেকি পোশাকের সঙ্গে মানিয়ে যায়। বিবাহিতদের তো বটেই, অবিবাহিতরাও পরতে পারেন।
2 / 7
মহারাষ্ট্রের চাঁদ বিন্দি—মহারাষ্ট্রে এই বিন্দির নাম 'চন্দ্রাকোর'। অর্ধ চাঁদের মতো আকার। সাবেকিভাবে কালো বা লাল রঙের হয় এই বিন্দি। কিন্তু বর্তমানে অন্যান্য রঙেও পরছেন অনেকে।
3 / 7
কালো বিন্দি—সবচেয়ে জনপ্রিয় বিন্দি। যে কোনও পোশাকের সঙ্গে যে কোনও আকারের কালো বিন্দি পরা যায়।
4 / 7
ছোট্ট পাথরের বিন্দি—বিভিন্ন রঙে পাওয়া যায়। যে কোনও রঙের পোশাকের সঙ্গে ম্যাচ করে পরতে পারেন।
5 / 7
লম্বা বিন্দি—কালো কাজল দিয়ে কপালে লম্বা কোনও ডিজ়াইন করতে পারেন। নানা ডিজাইনের লম্বা টিপ পাওয়া যায়। ট্রাই করতে পারেন।
6 / 7
মুক্তো বসানো বিন্দি—মুক্তোর গয়না পরলে মুক্তোর টিপও পরতে পারেন।
7 / 7
জিওমেট্রি আকারের বিন্দি—এই বিন্দি এখন ট্রেন্ডিং। টেন্ডের সঙ্গে গা ভাসাতে হলে পরতে পারেন।