Bangla NewsPhoto gallery Shafali Verma birthday, she turns 19, ahead of ICC Women's Under 19 T20 World Cup final India captain says that she is focusing to win Trophy
Shafali Verma Birthday: ‘বাবার স্বপ্নপূরণ করতে চাই’, জন্মদিনে জানালেন শেফালি
ICC Women's Under-19 T20 World Cup Final: আজ, ২৮ জানুয়ারি ভারতের তরুণ তুর্কি শেফালি ভার্মার (Shafali Verma) জন্মদিন। এই মুহূর্তে তিনি রয়েছেন দেশের বাইরে। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। জন্মদিনে তিনি জানালেন, টুর্নামেন্টের ফাইনালে জিতে ট্রফি নিয়ে দেশে ফিরে যেতে চান তিনি ও তাঁর সতীর্থরা।