দেখতে দেখতে ১৮টা বসন্ত পার করে ফেললেন ভারতের মহিলা দলের তরুণ তুর্কি শেফালি ভার্মা (Shafali Verma)। (ছবি-আইসিসি)
আজ, ২৮ জানুয়ারি ভারতীয় ওপেনার শেফালি ভার্মার জন্মদিন (Birthday)। ১৯এ পা দিলেন শেফালি। (ছবি-আইসিসি)
বর্তমানে শেফালি রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। আইসিসি অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন শেফালি। (ছবি-আইসিসি)
আগামী কাল, অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপের ফাইনাল। এই প্রথম বার অনুষ্ঠিত হচ্ছে ছোটদের অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম সংস্করণেই ট্রফি জিততে মরিয়া উইমেন্স ইন ব্লু। (ছবি-আইসিসি)
আগামী কাল, ২৯ জানুয়ারি বিকেল ৫.১৫ মিনিট নাগাদ শুরু হবে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপের ফাইনাল। ভারতকে নতুন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন করতে তৈরি শেফালিরা। মেগা ফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। (ছবি-আইসিসি)
মাত্র ১৫ বছর বয়সেই সিনিয়র দলে অভিষেক হয় শেফালি ভার্মার। দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন শেফালি। (ছবি-আইসিসি)
২০২০ সালে মহিলাদের টি২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। সেই সময় শেফালির বাবা তাঁকে বলেছিলেন, "আরও সুযোগ আসবে।" এ বার সেই সুযোগ কাজে লাগিয়ে বাবার স্বপ্নপূরণ করতে চান শেফালি। (ছবি-আইসিসি)
সিনিয়র দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও শেফালি তাঁর সতীর্থদের বার্তা দিয়েছেন, যে কোনও পরামর্শ তাঁরা বিনা সংকোচে যেন তাঁকে জানায়। পাশাপাশি শেফালি সতীর্থদের ফাইনালটা উপভোগও করতে বলেছেন। (ছবি-আইসিসি)