Bangla News Photo gallery Shafali Verma led U19 T20 World Cup Champion team India receives cash reward from BCCI, Sachin Tendulkar says, The entire nation will celebrate and cherish your victory
U19 Women’s T20 World Cup: ‘পুরো দেশ তোমাদের জন্য গর্বিত’, সচিনের হাত থেকে সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী শেফালি-তিতাসরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 03, 2023 | 10:40 AM
BCCI: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড ৩ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচ শুরু হওয়ার আগে সংবর্ধনা দেওয়া হল বিশ্বজয়ী শেফালি-রিচাদের। অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের হাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে ৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হল।
1 / 8
শেফালি ভার্মা-তিতাস সাধুরা অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (U19 Women's T20 World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পরই বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ ঘোষণা করেছিলেন যে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকা পুরস্কার দেবে। (ছবি-বিসিসিআই টুইটার)
2 / 8
৩১ জানুয়ারি, মঙ্গলবার রাতে আমেদাবাদে পৌঁছে গিয়েছিলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী দলের ক্রিকেটাররা। পরের দিন, সেখানেই তাঁদের জন্য সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছিল। (ছবি-এএফপি)
3 / 8
আজ, ১ ফেব্রুয়ারি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচের আগে, বিশ্বচ্যাম্পিয়ন শেফালি-তিতাস-রিচাদের সংবর্ধনা দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, বোর্ড সচিন জয় শাহ, বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং বিসিসিআই কোষাধ্যক্ষ আশিস সেলর। (ছবি-বিসিসিআই টুইটার)
4 / 8
অনূর্ধ্ব-১৯ মেয়েদের ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়ার সময় কিংবদন্তি সচিন তেন্ডুলকর শুরুতেই বলেন, "কেম ছো আমেদাবাদ? মজা মা? প্রথমেই আমি আমাদের অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপজয়ী দলকে শুভেচ্ছা জানাতে চাই। পুরো দেশ তোমাদের এই জয়ের জন্য সেলিব্রেট করছে। এই জয়টা আমাদের সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ।" (ছবি-এএফপি)
5 / 8
একইসঙ্গে সচিন আরও বলেন, "বিশ্বকাপ জিতে তোমরা ভারতের মেয়েদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখিয়েছো।" শেফালি-তিতাসদের সাফল্যের কথা বলার পাশাপাশি প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী, মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের ক্রিকেটে অবদানের কথাও বলেন। (ছবি-এএফপি)
6 / 8
এ বছরই দেশের মাটিতে প্রথম বার মেয়েদের আইপিএলের আসর বসবে। সচিন সেই প্রসঙ্গে বলেন, "মেয়েদের আইপিএল শুরু হওয়াটা বিরাট বড় ব্যাপার। মেয়েদের ক্রিকেটের জন্য এটা একটা বিরাট পদক্ষেপ।" (ছবি-বিসিসিআই টুইটার)
7 / 8
মাস্টার ব্লাস্টার মহিলা-পুরুষ ভেদাভেদে বিশ্বাসী নন। তিনি বলেন, "আমি শুধু খেলাধুলায় নয়, সকল ক্ষেত্রেই নারী-পুরুষের সমতায় বিশ্বাস করি। সব সময় সমান সুযোগ থাকতে হবে।" (ছবি-এএফপি)
8 / 8
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের হাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে ৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হল। উল্লেখ্য, সংবর্ধনা পাওয়ার পর গ্যালারিতে বসে ম্যাচও দেখছেন শেফালি-তিতাসরা। (ছবি-বিসিসিআই টুইটার)