Jawan: লক্ষ্যে জওয়ান-এর ব্যবসা, তুরুপের তাসকে ৬ কোটি বেশি দিয়ে কিনতেও রাজি কিং খান

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 29, 2022 | 4:19 PM

South Actor: সেই উত্তর মিলবে ছবি মুক্তির পরই। যদিও নাগা চৈতন্যের উপস্থিতি লাল সিং চাড্ডার জন্য খুব একটা লাভজনক হয়নি। দক্ষিণের দর্শকদের ধরতেই এমন চেষ্টা।

1 / 5
তবে শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি ঘিরে জল্পনা উঠে তুঙ্গে। একের পর এক ফ্লপের তকমা শাহরুখ খানের গায়ে। তারপরই বেশকিছুটা বিরতি, খানিকটা নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান সকলের সামনে থেকে। এরপরই পাঠান ছবি দিয়ে কামব্যাকের পালা।

তবে শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি ঘিরে জল্পনা উঠে তুঙ্গে। একের পর এক ফ্লপের তকমা শাহরুখ খানের গায়ে। তারপরই বেশকিছুটা বিরতি, খানিকটা নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান সকলের সামনে থেকে। এরপরই পাঠান ছবি দিয়ে কামব্যাকের পালা।

2 / 5
এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।

এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।

3 / 5
দক্ষিণী ছবির দুনিয়ায় তাঁর ছবি পিছু পারিশ্রমি ১৫ কোটি টাকা। তবে বলিউডে পা রাখার আগেই বিস্তর আয় বাড়ালেন তিনি। চেয়ে বসলেন ২১ কোটি টাকা, প্রায় ছয় কোটি টাকা অতিরিক্ত। তাতেই রাজি কিং খান।

দক্ষিণী ছবির দুনিয়ায় তাঁর ছবি পিছু পারিশ্রমি ১৫ কোটি টাকা। তবে বলিউডে পা রাখার আগেই বিস্তর আয় বাড়ালেন তিনি। চেয়ে বসলেন ২১ কোটি টাকা, প্রায় ছয় কোটি টাকা অতিরিক্ত। তাতেই রাজি কিং খান।

4 / 5
কোনও রকমের না বললেন না তিনি। সাফ জানিয়ে দিলেন, ছবিতে থাকছেন বিজয় সেতুপতি। খবর সামনে আসা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় নজরে আসে। নেটিজেনদের একাংশের প্রশ্ন সত্যি কি শাহরুখ খান ছবির ব্যবসার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিলেন!

কোনও রকমের না বললেন না তিনি। সাফ জানিয়ে দিলেন, ছবিতে থাকছেন বিজয় সেতুপতি। খবর সামনে আসা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় নজরে আসে। নেটিজেনদের একাংশের প্রশ্ন সত্যি কি শাহরুখ খান ছবির ব্যবসার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিলেন!

5 / 5
শাহরুখ খান গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরী খান একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে শাহরুখ খানের একটা বিষয় ভীষণ অপছন্দের।

শাহরুখ খান গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরী খান একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে শাহরুখ খানের একটা বিষয় ভীষণ অপছন্দের।

Next Photo Gallery