Shah Rukh Khan secrets: শাহরুখের বাথরুম সিক্রেট, একদিন বয়স থেকে আজ পর্যন্ত কিং খানের স্নানের সঙ্গী কি!

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 12, 2022 | 3:55 PM

Gossip: প্রসঙ্গ যদি হয়ে থাকে শাহরুখ খান, তবে তো কথাই নেই। তবে শাহরুখ খান মাঝে মধ্যেই নানা অজানা কাহিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন।

1 / 6
শাহরুখ খানের সিক্রেট, প্রতিটা পদে পদে সেলেবদের গোপন রহস্যের কড়া নজর থাকে ভক্তদের। তাঁরা ঠিক কী করেন, কী খান, তাঁদের লাইফস্টাইল ঠিক কেমন!

শাহরুখ খানের সিক্রেট, প্রতিটা পদে পদে সেলেবদের গোপন রহস্যের কড়া নজর থাকে ভক্তদের। তাঁরা ঠিক কী করেন, কী খান, তাঁদের লাইফস্টাইল ঠিক কেমন!

2 / 6
বিছানার তলায় থাকা খুচরো টাকা খুঁজে খুঁজে বের করতে হয়েছিল। যা জমিয়ে জমিয়ে স্কুলের মাইনে দিতে পেরেছিলেন, এবং ফেরাতে পেরেছিলেন শাহরুখকে স্কুলে।

বিছানার তলায় থাকা খুচরো টাকা খুঁজে খুঁজে বের করতে হয়েছিল। যা জমিয়ে জমিয়ে স্কুলের মাইনে দিতে পেরেছিলেন, এবং ফেরাতে পেরেছিলেন শাহরুখকে স্কুলে।

3 / 6
Shah Rukh Khan secrets: শাহরুখের বাথরুম সিক্রেট, একদিন বয়স থেকে আজ পর্যন্ত কিং খানের স্নানের সঙ্গী কি!

4 / 6
একের পর এক বোনের জন্মের বর বংশে প্রথম ছেলে ছিলেন শাহরুখ খান। তাই খুশি হয়ে তাঁর স্নানের জন্য নিয়ে আসা হয়েছিল রুপোর পাত্র। যেখানে তিনি স্নান করতেন।

একের পর এক বোনের জন্মের বর বংশে প্রথম ছেলে ছিলেন শাহরুখ খান। তাই খুশি হয়ে তাঁর স্নানের জন্য নিয়ে আসা হয়েছিল রুপোর পাত্র। যেখানে তিনি স্নান করতেন।

5 / 6
আজও তার ব্যতিক্রম ঘটে না, এমনটাই জানিয়েছিলেন শাহরুখ খান। কারণ এখনও তাঁর বাথরুমে সেই রুপোর টবই আছে। গর্বের সঙ্গে এই গোপন রহস্য ফাঁস করেছিলেন তিনি।

আজও তার ব্যতিক্রম ঘটে না, এমনটাই জানিয়েছিলেন শাহরুখ খান। কারণ এখনও তাঁর বাথরুমে সেই রুপোর টবই আছে। গর্বের সঙ্গে এই গোপন রহস্য ফাঁস করেছিলেন তিনি।

6 / 6
ছোটবেলার এই অভ্যাস ত্যাগ করতে নারাজ কিং খান, আজও বজায় রেখেছেন পরিবারের রীতি, আগলে রেখেছেন শৈশবের স্মৃতি।

ছোটবেলার এই অভ্যাস ত্যাগ করতে নারাজ কিং খান, আজও বজায় রেখেছেন পরিবারের রীতি, আগলে রেখেছেন শৈশবের স্মৃতি।

Next Photo Gallery