TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jan 19, 2023 | 12:08 PM
ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল শাহরুখ খানের অভিনয় সফর। সাল ১৯৮৮, একের পর এক সিরিয়ালে দেখা গিয়েছিল দিল্লি থেকে আসা এই তরুণ অভিনেতাকে।
ফাইল চিত্র
তবে তিনি যা খুঁজছিলেন, তা পাচ্ছিলেন না। ফলে অভিনয় করলেও ছিল না মনে স্বস্তি। বারে বারে চেয়েছিলেন তিনি অ্যাকশন হিরো হতে। হয়ে গেলেন রোম্যান্টিক হিরো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানান, ৩২ বছর ধরে তাঁর মনের ইচ্ছেপূরণ করল পাঠান। তিনি চেয়েছিলেন পর্দায় টানটান অ্যাকশন করতে। তবে তেমন সুযোগ খুব একটা পাননি তিনি।
যে চরিত্রগুলো তাঁকে দিনের পর দিন সাফল্য এনে দিয়েছে, তা খারাপ বলতে নারাজ তিনি, জানালেন- 'রাজ', 'রাহুল' ভাল, তবে তিনি চেয়েছিলেন অন্যস্বাদের ছবিতে নিজেকে ফ্রেম করতে।
'দিলওয়ালে', 'ডন ২' ছাড়াও একাধিক ছবিতে অভিনয় অ্যাকশন লুকে ধরা দিয়েছিলেন শাহরুখ খান। তবে পাঠান-এর মতো আদ্যপান্ত এই ধরনের লুকে তাঁকে দেখা যায়নি আগে। ফলে ছবি নিয়ে বিশেষভাবে উৎসাহী খোদ কিং খান।