

বিছানার তলায় থাকা খুচরো টাকা খুঁজে খুঁজে বের করতে হয়েছিল। যা জমিয়ে জমিয়ে স্কুলের মাইনে দিতে পেরেছিলেন, এবং ফেরাতে পেরেছিলেন শাহরুখকে স্কুলে।

তিনি নিজের মতামত রাখতে পছন্দ করেন। কিন্তু একবার সেই মত খাটেনি। ছবির নাম কুচ কুচ হোতা হ্যায়। এই ছবির ক্ষেত্রে শাহরুখ খান জানিয়েছিলেন যে তিনি টাইট পোশাক পরবেন না।

টাইট জিন্স তাঁর পছন্দের নয়। তাই তিনি তা পরতে ইচ্ছুক নন। তবে রাহুল চরিত্রটি ঠিত তেমনই এক পোশাকে বিশ্বাসী। যার ফলে শাহরু খানের বেশ সমস্যা হচ্ছিল।

কিন্তু কিছু করার ছিল না সেই মুহূর্তে। শর্ত অনুযায়ী তেমনই পোশাক পরতে হত তাঁকে। আর তাই করণ জোহার কোনও ছাড় দেননি কিং খানকে।

সেই আক্ষেপের কথা একটি ভিডিয়োতে শেয়ার করেছিলেন কিং খান। জানিয়েছিলেন, তিনি ঠিক কেন এই ছবি নিয়ে প্রথমটায় অসন্তোষ প্রকাশ করেছিলেন।