Shah Rukh Khan Bad Habits: ১০০ সিগারেট-৩০ কাপ কফি চাই প্রতিদিন, নিজের বদভ্যাস নিয়ে অকপট শাহরুখ
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 07, 2022 | 8:13 AM
Shah Rukh Khan: শাহরুখ খানের মা তাঁর জীবন জুড়ে ঠিক কতটা আছে তা কারুর অজানা নয়। কিন্তু শাহরুখ খান মাকে হারিয়ে যেভাবে একা হয়ে পড়েছিলেন, তা সামাল দিতেই একের পর এক ভুল অভ্যাস তিনি আপন করে নিয়েছিলেন।
1 / 6
শাহরুখ খান মানেই এক কথায় বলতে গেলে একাধিক রহস্য। রহস্য ঠিক কোথায়! ভক্তরা বারে বারেই তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা নানা কাহিনি জানতে চায়। যা নিতে একাধিকবার মুখও খুলেছিলেন তিনি প্রকাশ্যে।
2 / 6
যদিও এই সহজ কথা কারুর অজানা নয়। যে শাহরুখ খান বেশ মুডি। সব সময় সব প্রশ্নের উত্তর তিনি সহজে দেন না। তবে নিজের বদভ্যাসগুলোকে বারে বারে সকলের সঙ্গে শেয়ার করে নিতে তিনি পিছপা হননি কখনও।
3 / 6
কারণ একটাই তিনি নিজে যে ভুলগুলো করে এসেছেন, তিনি চান না সেই ভুল অন্য কেউ করুর। আর তাই তা নিয়ে সাফ নিজের মন্তব্য রেখে নিজেই জানিয়েছিলেন একের পর এক ভুলের কথা।
4 / 6
শাহরুখ খানের মা তাঁর জীবন জুড়ে ঠিক কতটা আছে তা কারুর অজানা নয়। কিন্তু শাহরুখ খান মাকে হারিয়ে যেভাবে একা হয়ে পড়েছিলেন, তা সামাল দিতেই একের পর এক ভুল অভ্যাস তিনি আপন করে নিয়েছিলেন।
5 / 6
যার মধ্যে অন্যতম ছিল সিগারেট। দিনে মোটের ওপর ১০০ টি সিগারেট খেতেন তিনি। এখানেই শেষ নয়, সঙ্গে থাকত ব্ল্যাক কফি। তাও আবার ত্রিশ কাপ। জানিয়েছিলেন তিনি জলের বদলসে কফিই খেতেন।
6 / 6