Bollywood Actors: যখন ইচ্ছে, যেখানে খুশি…বলিউডে এই ৫ অভিনেতার রয়েছে ব্যক্তিগত প্লেন!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 16, 2022 | 8:30 AM

ঘুরতে যেতে ইচ্ছে হয়েছে? কিন্তু টিকিট কাটা নেই! আপনি যদি বলিউড তারকা হন, তবে এ সমস্যা কোনও সমস্যাই নয়। রয়েছেই প্রাইভেত জেট। সময় বার করে ব্যস বসে পড়লেই হল। বিলাসবহুল যান আপনাকে পৌঁছে দেবে আপনার পছন্দের জায়গায়। বলিউডে কোন কোন অভিনেতার ব্যক্তিগত জেট রয়েছে?

1 / 6
ঘুরতে যেতে ইচ্ছে হয়েছে? কিন্তু টিকিট কাটা নেই! আপনি যদি বলিউড তারকা হন, তবে এ সমস্যা কোনও সমস্যাই নয়। রয়েছেই প্রাইভেত জেট। সময় বার করে ব্যস বসে পড়লেই হল। বিলাসবহুল যান আপনাকে পৌঁছে দেবে আপনার পছন্দের জায়গায়। বলিউডে কোন কোন অভিনেতার ব্যক্তিগত জেট রয়েছে?

ঘুরতে যেতে ইচ্ছে হয়েছে? কিন্তু টিকিট কাটা নেই! আপনি যদি বলিউড তারকা হন, তবে এ সমস্যা কোনও সমস্যাই নয়। রয়েছেই প্রাইভেত জেট। সময় বার করে ব্যস বসে পড়লেই হল। বিলাসবহুল যান আপনাকে পৌঁছে দেবে আপনার পছন্দের জায়গায়। বলিউডে কোন কোন অভিনেতার ব্যক্তিগত জেট রয়েছে?

2 / 6
তালিকায় প্রথমেই রয়েছেন শাহরুখ খান। সাধারণত পরিবারের সঙ্গে ছুটি কাটানোর ক্ষেত্রে তিনি প্রাইভেট জেট ব্যবহার করে থাকেন।

তালিকায় প্রথমেই রয়েছেন শাহরুখ খান। সাধারণত পরিবারের সঙ্গে ছুটি কাটানোর ক্ষেত্রে তিনি প্রাইভেট জেট ব্যবহার করে থাকেন।

3 / 6
প্রাইভেট জেট রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ারও। তিনি এই মুহূর্তে আন্তর্জাতিক স্টার। একদিন মুম্বই তো অন্যদিক লস এঞ্জেলস করে বেরালে প্রাইভেট প্লেন তো লাগবেই।

প্রাইভেট জেট রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ারও। তিনি এই মুহূর্তে আন্তর্জাতিক স্টার। একদিন মুম্বই তো অন্যদিক লস এঞ্জেলস করে বেরালে প্রাইভেট প্লেন তো লাগবেই।

4 / 6
অজয় দেবগণ ও কাজলেরও রয়েছে প্রাইভেট জেট। মাঝেমধ্যেই সেই প্লেনে চড়ে ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে দেখা যায় ওই দম্পতিকে।

অজয় দেবগণ ও কাজলেরও রয়েছে প্রাইভেট জেট। মাঝেমধ্যেই সেই প্লেনে চড়ে ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে দেখা যায় ওই দম্পতিকে।

5 / 6
অমিতাভ বচ্চনেরও যে প্রাইভেট জেট রয়েছে এ খবর হয়তো অনেকেই রাখেন। আর এতে অবাক হওয়ারই বা কী রয়েছে। হাজার হোক তিনি যে শেহনশাহ।

অমিতাভ বচ্চনেরও যে প্রাইভেট জেট রয়েছে এ খবর হয়তো অনেকেই রাখেন। আর এতে অবাক হওয়ারই বা কী রয়েছে। হাজার হোক তিনি যে শেহনশাহ।

6 / 6
অক্ষয় কুমার বলিউডের অন্যতম সফল অভিনেতা। তাঁরও রয়েছে প্রাইভেট জেট। যার মূল্য কম করে ২৬০ কোটি টাকা!

অক্ষয় কুমার বলিউডের অন্যতম সফল অভিনেতা। তাঁরও রয়েছে প্রাইভেট জেট। যার মূল্য কম করে ২৬০ কোটি টাকা!

Next Photo Gallery