SRK: শাহরুখ খানের ফোন নম্বর কত? ভক্তদের আজীবন কৌতূহলের অবসান
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Dec 22, 2023 | 7:12 PM
SRK:
তিনি বেতাজ বাদশা। তাঁর ভক্তসংখ্যা সারা দেশে ছড়িয়ে রয়েছে। তিনি শাহরুখ খান। এ হেন শাহরুখ খানের এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন তাঁর তামাম ভক্তকুল।
1 / 8
তিনি বেতাজ বাদশা। তাঁর ভক্তসংখ্যা সারা দেশে ছড়িয়ে রয়েছে। তিনি শাহরুখ খান। এ হেন শাহরুখ খানের এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন তাঁর তামাম ভক্তকুল।
2 / 8
আর তাঁর ফোন নম্বর? এই নিয়ে ভক্তদের মনে কৌতূহলের সীমা নেই। গুগলের মতো সার্চ ইঞ্জিনে রীতিমতো রীতিমতো ট্রেণ্ড করে তাঁর নম্বরের খোঁজ।
3 / 8
আর এই কৌতূহলেরই যদি অবসান হয় অবশেষে তবে? যদি সামনে চলে আসে আপনার প্রিয় তারকার নম্বর?
4 / 8
এই প্রতিবেদনে জানিয়ে রাখা যাক, শাহরুখ খান সংখ্যাতত্ত্বে বিশ্বাসী। তাঁর কাছে ৫৫৫ এই তিনটে নম্বর ভীষণ লাকি। সে গাড়ির নম্বর হোক অথবা ফোন এই তিনটে সংখ্যা তিনি রাখার চেষ্টা করেন।
5 / 8
বছর খানেক আগে শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর নম্বর কী? সে সময় কিচ্ছু লুকোননি তিনি। সকলের সামনেই জানিয়েছিলেন তাঁর নম্বর।
6 / 8
তিনি বলেছিলেন, "5559960321' -- এই নম্বরে কল করলেই নাকি পাওয়া যাবে তাঁকে। এও যোগ করেছিলেন মাঝরাতের পরেই কল করতে। তবেই তাঁর থেকে উত্তর মিলবে।
7 / 8
অনেকেই ভেবেছিলেন শাহরুখ খান বুঝি মজা করছেন! না পুরোটা মজা তিনি করেননি। তাঁর নম্বরের মধ্যে যে ৫৫৫ লুকিয়ে রয়েছে সে ইঙ্গিতই দিয়েছিলেন শাহরুখ খান।
8 / 8
ভক্তরাও যদিও চেষ্টার কসুর করেননি। যোগ-বিয়োগ করে কেউ কেউ নাকি সরাসরি ফোন লাগিয়ে দিয়েছিলেন খোদ শাহরুখকেই! দেখুন তো আপনার হিসেব মিলল কিনা?