Shah Rukh Khan: ৫০০ জনের সঙ্গে শাহরুখের শুট, কীভাবে সম্ভব করছেন পরিচালক মাঝ রাস্তায়

Dunki: জনগনের মাঝে শুট করতে গিয়ে যেন কোনও অপৃতিকর ঘটনা না ঘটে সেই দিকেও নজর ছিল টিমের। ডানকি ছবির কাজ নিয়েই এখন ব্যস্ত রয়েছেন কিং খান।

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 17, 2022 | 10:55 PM

1 / 5
তবে ট্রেলার দেখে এই মন্তব্য করা বেশ কঠিন, এর উত্তর একমাত্র মিলতে পারে ২৫ জানুয়ারির পর ছবি মুক্তিতে স্পষ্ট হয়ে যাবে। পাঠান সত্যিই শাহরুখ খানের ভাগ্য ফেরাতে পারে কি না। পরপর দুই ফ্লক ছবির পর দীর্ঘ বিরতিতে ছিলেন কিং খান, তাই তার চার বছর ব্যবধানে ফিরে আসা ধামাকা ভক্তমনে ও বক্স অফিসে কতটা দাপটের সঙ্গে প্রভাব ফেলে তা দেখার অপেক্ষাতেই দিন গুনছে সিনে দুনিয়া।

তবে ট্রেলার দেখে এই মন্তব্য করা বেশ কঠিন, এর উত্তর একমাত্র মিলতে পারে ২৫ জানুয়ারির পর ছবি মুক্তিতে স্পষ্ট হয়ে যাবে। পাঠান সত্যিই শাহরুখ খানের ভাগ্য ফেরাতে পারে কি না। পরপর দুই ফ্লক ছবির পর দীর্ঘ বিরতিতে ছিলেন কিং খান, তাই তার চার বছর ব্যবধানে ফিরে আসা ধামাকা ভক্তমনে ও বক্স অফিসে কতটা দাপটের সঙ্গে প্রভাব ফেলে তা দেখার অপেক্ষাতেই দিন গুনছে সিনে দুনিয়া।

2 / 5
Shah Rukh Khan: ৫০০ জনের সঙ্গে শাহরুখের শুট, কীভাবে সম্ভব করছেন পরিচালক মাঝ রাস্তায়

3 / 5
এই সময়টা তাঁকে রীতিমত নাইট সিফট করতে হয়। সারা রাতের প্রস্তুতিতে বোর ৬টা থেকে ৮টা পর্যন্ত চলে এই শুটিং। রবিবার দিন নেওয়া হয়েছিল বিশেষ অনুমতি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই ছবি মুক্তি পেতে চলেছে।

এই সময়টা তাঁকে রীতিমত নাইট সিফট করতে হয়। সারা রাতের প্রস্তুতিতে বোর ৬টা থেকে ৮টা পর্যন্ত চলে এই শুটিং। রবিবার দিন নেওয়া হয়েছিল বিশেষ অনুমতি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই ছবি মুক্তি পেতে চলেছে।

4 / 5
এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।

এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।

5 / 5
জনগনের মাঝে শুট করতে গিয়ে যেন কোনও অপৃতিকর ঘটনা না ঘটে সেই দিকেও নজর ছিল টিমের। ডানকি ছবির কাজ নিয়েই এখন ব্যস্ত রয়েছেন কিং খান।

জনগনের মাঝে শুট করতে গিয়ে যেন কোনও অপৃতিকর ঘটনা না ঘটে সেই দিকেও নজর ছিল টিমের। ডানকি ছবির কাজ নিয়েই এখন ব্যস্ত রয়েছেন কিং খান।