Shah Rukh Khan: কেমন ছেলেকে জামাই বলে মানবেন না! সুহানা প্রেম করার আগেই সতর্ক করলেন শাহরুখ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 30, 2022 | 1:29 PM

Suhana Khan: যদি মনে করে থাকেন বোধহয় না, তবে ভুল, মেয়ের জীবনে সব রকমের পুরুষকে তিনি মেনে নিতে পারবেন, তবে এক ধরনের পুরুষকে তিনি রাখলেন বাদের খাতায়।

1 / 6
শাহরুখ খানের বরাবরই মেয়েকে নিয়ে বেশ চিন্তা। ছোট থেকেই সুহানাকে নিয়ে হাজার একটা স্বপ্ন দেখেছেন তিনি এক সাধারণ পিতার মতই। মেয়ের ভবিষ্যত নিয়ে একাধিকবার মুখও খোলেন কিং খান।

শাহরুখ খানের বরাবরই মেয়েকে নিয়ে বেশ চিন্তা। ছোট থেকেই সুহানাকে নিয়ে হাজার একটা স্বপ্ন দেখেছেন তিনি এক সাধারণ পিতার মতই। মেয়ের ভবিষ্যত নিয়ে একাধিকবার মুখও খোলেন কিং খান।

2 / 6
অভিনয় জগতে কি আসতে চলেছে সুহানা, বারে বারে প্রশ্ন করাতে নিজেই উত্তর দিয়েছিলেন শাহরুখ খান, আগে লেখাপড়া শেষ করতে হবে, তবে গিয়ে কেরিয়ার তৈরির চিন্তা।

অভিনয় জগতে কি আসতে চলেছে সুহানা, বারে বারে প্রশ্ন করাতে নিজেই উত্তর দিয়েছিলেন শাহরুখ খান, আগে লেখাপড়া শেষ করতে হবে, তবে গিয়ে কেরিয়ার তৈরির চিন্তা।

3 / 6
তবে বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সুহানা, মডেলিং কেরিয়ারে হাতেখড়ি হয়েছে ইতিমধ্যেই। তবে রোম্যান্স কিং কি মেয়ের লাভ লাইফ নিয়ে খুব একটা বিচলিত!

তবে বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সুহানা, মডেলিং কেরিয়ারে হাতেখড়ি হয়েছে ইতিমধ্যেই। তবে রোম্যান্স কিং কি মেয়ের লাভ লাইফ নিয়ে খুব একটা বিচলিত!

4 / 6
যদি মনে করে থাকেন বোধহয় না, তবে ভুল, মেয়ের জীবনে সব রকমের পুরুষকে তিনি মেনে নিতে পারবেন, তবে এক ধরনের পুরুষকে তিনি রাখলেন বাদের খাতায়।

যদি মনে করে থাকেন বোধহয় না, তবে ভুল, মেয়ের জীবনে সব রকমের পুরুষকে তিনি মেনে নিতে পারবেন, তবে এক ধরনের পুরুষকে তিনি রাখলেন বাদের খাতায়।

5 / 6
আর তা হল তাঁর এক চরিত্র রাহুল। কুচ কুচ হোতা হ্যায় ছবির রাহুলের যে চরিত্র তেমন কোনও ছেলেকে যেন মন না দেন সুহানা, তবে ঠকতে হবে। প্রেম নিয়ে এই একটাই উপদেশ দিয়েছেন তিনি মেয়েকে।

আর তা হল তাঁর এক চরিত্র রাহুল। কুচ কুচ হোতা হ্যায় ছবির রাহুলের যে চরিত্র তেমন কোনও ছেলেকে যেন মন না দেন সুহানা, তবে ঠকতে হবে। প্রেম নিয়ে এই একটাই উপদেশ দিয়েছেন তিনি মেয়েকে।

6 / 6
যদিও মাঝধে মধ্যেই সুহানাকে একাধিক বন্ধুর সঙ্গে দেখা যায়, কিন্তু কোথাও গিয়ে যেন সেই সেলেব এখনও তাঁর লাভ লাইফ সম্পর্কে স্পষ্ট কোনও ইঙ্গিত দেননি প্রকাশ্যে, এখন দেখার কিং খানের লাডলির মন জয় করেন কে!

যদিও মাঝধে মধ্যেই সুহানাকে একাধিক বন্ধুর সঙ্গে দেখা যায়, কিন্তু কোথাও গিয়ে যেন সেই সেলেব এখনও তাঁর লাভ লাইফ সম্পর্কে স্পষ্ট কোনও ইঙ্গিত দেননি প্রকাশ্যে, এখন দেখার কিং খানের লাডলির মন জয় করেন কে!

Next Photo Gallery