Shahid Afridi: আর কোনও গুঞ্জন নেই। দীর্ঘ সময় থেকেই ঠিক ছিল। এ বার সেই শুভ দিন এলই শাহিন আফ্রিদির জীবনে। শাহিদ আফ্রিদির কন্যার সঙ্গে বিয়ে সম্পূর্ণ হল পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদির। পাকিস্তানের 'হাইপ্রোফাইল' বিয়েতে হাজির ছিলেন বিশিষ্ট জনেরা। পাকিস্তান জাতীয় দল এবং পাকিস্তান সুপার লিগের অনেক ক্রিকেটারই ছিলেন এই বিয়েতে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম, সরফরাজ আহমেদ, শাদাব খানের মতো অনেক ক্রিকেটারই উপস্থিত ছিলেন।