TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee
Feb 20, 2023 | 12:11 AM
হুগলির আরামবাগের শাহিদ ইমাম সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক স্কুলের ‘স্যর’ কালেভদ্রে স্কুলে যেতেন কখনও বিএমডব্লু বা ফরচুনা বা বুলেট মোটরবাইকে চেপে।
আরামবাগের শাহিদ ইমাম 'মহারাজ' নামে এলাকায় পরিচিত ছিলেন। সেই মহারাজের মতোই আরামবাগে প্রাসাদসম অট্টালিকা বানাচ্ছিলেন।
'মহারাজ'-এর অট্টালিকার ছাদে বিশেষ কিছু তৈরি করার পরিকল্পনা হচ্ছিল। তাই ছাদের উপরে ছিল বিশেষ নকশা।
শাহিদ ইমামের নির্মীয়মাণ বাড়ির ছাদে হেলিকপ্টার তৈরির পরিকল্পনা ছিল। অন্তত এলাকাবাসীর এমনই দাবি।
শাহিদ ইমাম আরামবাগের এই বাড়িটিতেই বাস করতেন। এছাড়া বর্ধমানে তাঁর একটি ডান্স বার ছিল।
শাহিদ ইমামের আরামবাগের নির্মীয়মাণ বাড়ির ভিতরে ছিল ঘোরানো সিঁড়ি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ।
শাহিদ ইমামের এলাকায় নাম ছিল সমাজসেবী। কী ভাবে তিনি সমাজসেবী হলেন তা নিয়ে সন্দিহান এলাকাবাসী।