TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 27, 2021 | 10:02 AM
আজ তাঁদের সবাই চেনেন। খ্যাতির শীর্ষে বসে রয়েছেন তাঁরা। কিন্তু কেরিয়ারের শুরুটা খুব একটা আরামদায়ক ছিল না তাঁদের। কেউ করিশ্মার ব্যাকগ্রাউণ্ড ডান্সার হয়ে নাচ করেছেন আবার কাউকে বা নাচতে দেখা গিয়েছে শাহরুখের পিছনে। দেখে নিন বলিউডের এমন কিছু তারকাকে যারা তাঁদের কেরিয়ার শুরু করেছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে।
ধুম ২ ছবিতে হৃতিকের পিছনে নাচতে দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতকে।
করিশ্মা কাপুরের পিছনে দিল তো পাগল হ্যায় ছবিতে নেচেছিলেন শাহিদ কাপুর।
রণবীর সিং ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছিলেন কভি খুশি কভি কাম ও বান্টি অউর বাবলি ছবিতে। আইকনিক গান কাজরা রে'তে ঐশ্বর্যা ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন আজকের হার্টথ্রব।
আগ সে খেলেঙ্গে ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গিয়েছিল আরশাসদ ওয়ারসিকে।
মীরা নায়ারের আলোচিত ছবি কামসূত্রতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গিয়েছিল জোয়া আখতারকে।