
নতুন ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা শাহীদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত। ফ্ল্যাটের দাম ৫৮ কোটি টাকা। গত বছরের শেষের দিকে ওই ফ্ল্যাটে চলে আসেন শাহিদ-মীরা। কেমন দেখতে সেই ফ্ল্যাট?

বড় সাধ করে ওই ফ্ল্যাট কিনেছেন তাঁরা। জানলা থেকেই দেখা যায় সমুদ্র। দেখা যায় মায়ানগরী মুম্বইয়ের চোখ ধাঁধানো দৃশ্যও।

ডিজাইনার অঙ্কুশ খোশলা সাজিয়েছেন এই ফ্ল্যাট, ছিমছাম অথচ সৃজনশীলতার ছাপ রয়েছে গোটা ফ্ল্যাট জুড়ে।

অঙ্কুর জানিয়েছিলেন শাহিদের পছন্দ বড় জায়গা। এত বড় ফ্ল্যাটটি যে আপনি অনায়াসে লুকোচুরি খেলতে পারেন। রয়েছে বড় বড় আলমারিও।

মীরা রাজপুত শেয়ার করেছিলেন রান্নাঘরের ছবি। তাও দেখতে বড়ই সুন্দর। মীরা রান্না করতে ভালবাসেন। শেয়ার করেন নিজের হাতে রান্না করা খাবারের ছবি।

মুম্বইয়ের বান্দ্রা ওরলি অঞ্চলে অবস্থিত এই বিলাসবহুল ফ্ল্যাট। কফি খেতে খেতে সূর্যোদয় ও সমুদ্রের পাড়ে সূর্যাস্ত দেখার জন্য বেড়াতে যেতে হয় না তাঁদের। দেখতে পারেন আরামকেদারায় গা এলিয়েই তাও আবার বাড়ির।