Pathaan Announcement: ‘পাঠান’কে ঘিরে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন শাহরুখ, ছবি কি মুক্তি পাচ্ছে না?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 09, 2023 | 8:43 PM

Shahrukh Khan: নিজের সোশ্য়াল মিডিয়ায় বেশ কিছু কথা লিখেছেন শাহরুখ। কী সেটি?

1 / 6
রাত পোহালেই প্রকাশ্য়ে আসতে চলেছে বিতর্কিত এবং শাহরুখ খানের কামব্যাক ছবি 'পাঠান'-এর ট্রেলার। 'পাঠান' অনুরাগীদের জন্য ১০ ডিসেম্বর একটা বড় দিন।

রাত পোহালেই প্রকাশ্য়ে আসতে চলেছে বিতর্কিত এবং শাহরুখ খানের কামব্যাক ছবি 'পাঠান'-এর ট্রেলার। 'পাঠান' অনুরাগীদের জন্য ১০ ডিসেম্বর একটা বড় দিন।

2 / 6
নিজের সোশ্যাল মিডিয়া থেকে শাহরুখ খানই সময় শেয়ার করেছেন। ১০ ডিসেম্বর বেলা ১১টায় মুক্তি পাবে 'পাঠান'-এর ট্রেলার।

নিজের সোশ্যাল মিডিয়া থেকে শাহরুখ খানই সময় শেয়ার করেছেন। ১০ ডিসেম্বর বেলা ১১টায় মুক্তি পাবে 'পাঠান'-এর ট্রেলার।

3 / 6
তিনি অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, "অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। এবার 'পাঠান'-এর মেহফিলে এসে যাও।"

তিনি অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, "অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। এবার 'পাঠান'-এর মেহফিলে এসে যাও।"

4 / 6
তবে বছর ঘুরতেই পালা বদল ঘটল বক্স অফিসের চেনা ছন্দে। শাহরুখ খানের হাত ধরে পাঠান ছবি ছন্দে ফেরাল সিনেপাড়াকে। বক্স অফিসে ইতিমধ্যেই ৩০০ কোটি পেড়িয়েছে আয়।

তবে বছর ঘুরতেই পালা বদল ঘটল বক্স অফিসের চেনা ছন্দে। শাহরুখ খানের হাত ধরে পাঠান ছবি ছন্দে ফেরাল সিনেপাড়াকে। বক্স অফিসে ইতিমধ্যেই ৩০০ কোটি পেড়িয়েছে আয়।

5 / 6
ছবির 'বেশরম রং' গানকে ঘিরেই মূলত তৈরি হয়েছে বিতর্ক। তাতে দীপিকার পরনের গেরুয়া বিকিনি সমস্যা তৈরি করেছে।

ছবির 'বেশরম রং' গানকে ঘিরেই মূলত তৈরি হয়েছে বিতর্ক। তাতে দীপিকার পরনের গেরুয়া বিকিনি সমস্যা তৈরি করেছে।

6 / 6
সেন্সর বোর্ডের তরফ থেকে এই রং সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ছবিতে আরও কিছু পরিবর্তনও করতে বলা হয়েছে।

সেন্সর বোর্ডের তরফ থেকে এই রং সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ছবিতে আরও কিছু পরিবর্তনও করতে বলা হয়েছে।

Next Photo Gallery
London photos: মহিলা হোক কিংবা পুরুষ, হঠাৎ অন্তর্বাস পরে পাতালরেলে লন্ডনবাসী
Budget 2023 Expectation: নজরে নির্মলার ‘নির্মল’ বাজেট, এই ৩৫টি পণ্যের উপরে বাড়তে পারে আবগারি শুল্ক