Shahrukh Khan: আমি যে ‘সেক্সি’, সেটা এখন আমার শুনে-শুনে গা সওয়া হয়ে গিয়েছে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 29, 2023 | 8:30 AM

Pathaan: ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। আজ ২৮ জানুয়ারি, কেটে গিয়েছে তিনদিন। দর্শকের সঙ্গে টুইটারে ফের কথা বলতে এসেছিলেন শাহরুখ। এসেই তাঁদের প্রশ্নের জবাব দেন।

1 / 6
শাহরুখ খান তাঁর কেরিয়ারের ওঠানামা নিয়ে কোনও দিন রাখঢাক করেননি। মন খুলে বলে থাকেন তাঁর ও গৌরীর স্ট্রাগেলের সময়ের কথা। কীভাবে ধীরে ধীরে শাহরুখ খান বাদশা হয়ে ওঠে, সে কাহিনি কারও অজানা নয়।

শাহরুখ খান তাঁর কেরিয়ারের ওঠানামা নিয়ে কোনও দিন রাখঢাক করেননি। মন খুলে বলে থাকেন তাঁর ও গৌরীর স্ট্রাগেলের সময়ের কথা। কীভাবে ধীরে ধীরে শাহরুখ খান বাদশা হয়ে ওঠে, সে কাহিনি কারও অজানা নয়।

2 / 6
তাঁর মজার ছলে দেওয়া এই প্রশ্নের উত্তর রীতিমত নজর কাড়ল নেটপাড়ার। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর এক একটি পোস্ট। যদিও শাহরুখ খানের এই মন্তব্যে একপ্রকার স্পষ্ট হয়ে যায়, যে তিনি আগামীতেও ছবি শেয়ার করবেন না পোষ্যদের ছবি।

তাঁর মজার ছলে দেওয়া এই প্রশ্নের উত্তর রীতিমত নজর কাড়ল নেটপাড়ার। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর এক একটি পোস্ট। যদিও শাহরুখ খানের এই মন্তব্যে একপ্রকার স্পষ্ট হয়ে যায়, যে তিনি আগামীতেও ছবি শেয়ার করবেন না পোষ্যদের ছবি।

3 / 6
কিন্তু একটা সময় নিজের স্ত্রীকে নূন্যতম সুবিধাটুকু দিতে পারেননি কিং। আজ বলিউডের সব থেকে দামী অভিনেতা একদিন গৌরীর কাছে স্বপ্নপূরণের আবদার করেছিলেন।

কিন্তু একটা সময় নিজের স্ত্রীকে নূন্যতম সুবিধাটুকু দিতে পারেননি কিং। আজ বলিউডের সব থেকে দামী অভিনেতা একদিন গৌরীর কাছে স্বপ্নপূরণের আবদার করেছিলেন।

4 / 6
তবে স্ত্রীকে নিয়ে তাঁর গর্ব ও বিশ্বাস দুই ছিল। তাই যে কোনও আবদারই তিনি মন খোলে গৌরী খানের কাছে করতে পারতেন। একবার তাঁর একটি সোফা পছন্দ হয়েছিল। কিন্তু তা কেনার টাকা ছিল না শাহরুখের।

তবে স্ত্রীকে নিয়ে তাঁর গর্ব ও বিশ্বাস দুই ছিল। তাই যে কোনও আবদারই তিনি মন খোলে গৌরী খানের কাছে করতে পারতেন। একবার তাঁর একটি সোফা পছন্দ হয়েছিল। কিন্তু তা কেনার টাকা ছিল না শাহরুখের।

5 / 6
শাহরুখ খান- শাহরুখ খানকে ব্যক্তিগত পার্টিতে যদি বিশেষ অতিথি হিসেবে আনতে চান, তবে সেক্ষেত্রে পারিশ্রমিক দিতে হয় ৩ কোটি টাকা।

শাহরুখ খান- শাহরুখ খানকে ব্যক্তিগত পার্টিতে যদি বিশেষ অতিথি হিসেবে আনতে চান, তবে সেক্ষেত্রে পারিশ্রমিক দিতে হয় ৩ কোটি টাকা।

6 / 6
উত্তরে শাহরুখ বলেছেন, "কী আর বলব আপনাকে, এখন এই কথাগুলো শুনে অভ্যাস হয়ে গিয়েছে। আমার সিক্স প্যাক অ্যাবস তো কেবল 'পাঠান'-এর জন্য নয়। এটি এখন দেখা যাবে 'ডানকি' এবং 'জাওয়ান' ছবিতেও"।

উত্তরে শাহরুখ বলেছেন, "কী আর বলব আপনাকে, এখন এই কথাগুলো শুনে অভ্যাস হয়ে গিয়েছে। আমার সিক্স প্যাক অ্যাবস তো কেবল 'পাঠান'-এর জন্য নয়। এটি এখন দেখা যাবে 'ডানকি' এবং 'জাওয়ান' ছবিতেও"।

Next Photo Gallery