
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। সেখানে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এই প্রথম নয়, এর আগে 'ওম শান্তি ওম', 'হ্যাপি নিউ ইয়ার', 'চেন্নাই এক্সপ্রেস'-এ দীপিকার সঙ্গে অভিনয় করেছেন শাহরুখ। সকলেই জানেন, দীপিকার ডেবিউ ছবি 'ওম শান্তি ওম' শাহরুখের সঙ্গেই।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি 'পাঠান'-এ অ্য়াকশন করেছেন দীপিকা। কঠিন ডায়েটে ছিলেন। প্রচুর অনুশীলন করেছেন। তাঁর ফিটনেস দেখে এক্কেবারে মুগ্ধ শাহরুখ।

দীপিকা সম্পর্কে শাহরুখ বলেছেন, "আমি আনন্দে গলে গিয়েছিলাম যখন দীপিকাকে 'পাঠান'-এ অ্যাকশন করতে দেখেছিলাম। আমিই সেই পুরুষটি হতে চেয়েছিলাম, যে ওঁর হাতে মার খেয়েছে ছবিতে।"

'পাঠান'-এর পর দীপিকা সিদ্ধার্থ আনন্দের পরবর্তী অ্যাকশন ছবি 'ফাইটার'-এ অভিনয় করবেন। এবং সেই ছবিতেও তাঁকে অ্যাকশন করতেই দেখা যাবে।

উল্লেখ্য, 'ফাইটার'-এ অভিনয় করছেন হৃত্বিক রোশনও। তিনিও সেই ছবির শুটিংয়ের আগে নিজেকে প্রস্তুত করছেন, নতুন করে শরীর তৈরি করছেন।

শাহরুখ জানিয়েছেন, 'ফাইটার'-এ আসল হিরো কিন্তু দীপিকাই, হৃত্বিক নন। 'ফাইটার' সম্পর্কে দর্শককে অনেক কিছু আগে থেকেই জানিয়ে দিয়েছেন শাহরুখ।