
মার্কিন তারকা বক্সার শাকুর স্টিভেনসনের বান্ধবী সুন্দরী ইয়ং লিরিক হলেন একজন ব়্যাপার। (ছবি-ইয়ং লিরিক ইন্সটাগ্রাম)

২০২০ সাল থেকে একে অপরের সঙ্গে ডেটিং করেন স্টিভেনসন ও লিরিক। (ছবি-ইয়ং লিরিক ইন্সটাগ্রাম)

মেক্সিকান বক্সার অস্কার ভাল্ডেজকে চ্যাম্পিয়নশিপ বক্সিংয়ে হারিয়ে ইউনিফাইড সুপার ফেদারওয়েট চ্যাম্পিয়ন হওয়ার পর, স্টিভেনসন এক্কেবারে হাঁটু মুড়ে বসে প্রপোজ করেন ইয়ংকে। (ছবি-টুইটার)

রিংয়ে হাঁটু মুড়ে, হাতে আংটি নিয়ে স্টিভেনসন বলেন, "লিরিক আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে?" উত্তরে উচ্ছ্বসিত লিরিক হ্যাঁ বলে জড়িয়ে ধরেন স্টিভেনসনকে। (ছবি-ইয়ং লিরিক ইন্সটাগ্রাম)

গত বছরের ডিসেম্বরে স্টিভেনসন ও লিরিকের কন্যাসন্তান লেইলানি আশা স্টিভেনশনের জন্ম হয়। (ছবি-ইয়ং লিরিক ইন্সটাগ্রাম)