Shane Warne: ছবিতে দেখুন শেন ওয়ার্নের কেরিয়ারের সেরা ৫ মুহূর্ত

অজি তারকা লেগস্পিনার শেন ওয়ার্নের (Shane Warne) অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা দুনিয়া। ওয়ার্নের ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে রয়েছে অসংখ্য চোখধাঁধানো পারফরম্যান্স। ছবিতে দেখুন তাঁর ক্রিকেট কেরিয়ারের সেরা ৫ মুহূর্ত...

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 05, 2022 | 2:11 PM

1 / 5
শতাব্দীর সেরা বলে মাইক গ্যাটিংকে বোল্ড - ১৯৯৩ সালের অ্যাসেজ সিরিজে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে রহস্যময় বলে বোল্ড করেছিলেন শেন ওয়ার্ন। তাঁর জীবনের প্রথম অ্যাসেজ টেস্টের প্রথম বলেই অসামান্য ডেলিভারিতে গ্যাটিংয়ের স্টাম্প ছিটকে দিয়েছিলেন ওয়ার্ন। এই বলটি পরে শতাব্দীর সেরা বলের স্বীকৃতি পেয়েছিল।

শতাব্দীর সেরা বলে মাইক গ্যাটিংকে বোল্ড - ১৯৯৩ সালের অ্যাসেজ সিরিজে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে রহস্যময় বলে বোল্ড করেছিলেন শেন ওয়ার্ন। তাঁর জীবনের প্রথম অ্যাসেজ টেস্টের প্রথম বলেই অসামান্য ডেলিভারিতে গ্যাটিংয়ের স্টাম্প ছিটকে দিয়েছিলেন ওয়ার্ন। এই বলটি পরে শতাব্দীর সেরা বলের স্বীকৃতি পেয়েছিল।

2 / 5
১৯৯৯ বিশ্বকাপে ওয়ার্নের জাদু - ১৯৯৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া ২১৪ রান তাড়া করছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াব্রিগেডকে থামাতে বল হাতে উদয় হয় ওয়ার্নের। ওই ম্যাচে অ্যালান ডোনাল্ডের রান আউটটা মনে রেখেছে সকলেই। স্টিভ ওয়ার দল ব্রেক-থ্রুর খোঁজে ছিল। সেইসময় এলেন ওয়ার্ন, এবং বল হাতে একাই ঘুরিয়ে দিলেন ম্যাচ। ওই ম্যাচে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন।

১৯৯৯ বিশ্বকাপে ওয়ার্নের জাদু - ১৯৯৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া ২১৪ রান তাড়া করছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াব্রিগেডকে থামাতে বল হাতে উদয় হয় ওয়ার্নের। ওই ম্যাচে অ্যালান ডোনাল্ডের রান আউটটা মনে রেখেছে সকলেই। স্টিভ ওয়ার দল ব্রেক-থ্রুর খোঁজে ছিল। সেইসময় এলেন ওয়ার্ন, এবং বল হাতে একাই ঘুরিয়ে দিলেন ম্যাচ। ওই ম্যাচে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন।

3 / 5
৭০০ তম উইকেট - ২০০৬ সালের ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনবদ্য নজির গড়েছিলেন ওয়ার্ন। কেরিয়ারের ১৪৪তম টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসকে বোল্ড আউট করেন ওয়ার্ন। ইংলিশ অধিনায়ককে প্যাভিলিয়নে পাঠিয়ে ৭০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন ওয়ার্ন।

৭০০ তম উইকেট - ২০০৬ সালের ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনবদ্য নজির গড়েছিলেন ওয়ার্ন। কেরিয়ারের ১৪৪তম টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসকে বোল্ড আউট করেন ওয়ার্ন। ইংলিশ অধিনায়ককে প্যাভিলিয়নে পাঠিয়ে ৭০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন ওয়ার্ন।

4 / 5
এমসিজিতে ১৯৯৪-৯৫-এ হ্যাটট্রিক - টেস্ট কেরিয়ারের প্রথম হ্যাটট্রিকটা এসেছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই। ব্রিসবেনের গাব্বাতে প্রথম টেস্টে ইংল্যান্ডকে আবারও ধরাশায়ী করার এক মাস পর, ওয়ার্ন MCG-তে তার বিখ্যাত হ্যাটট্রিক করেছিলেন। ওই ম্যাচে তিনি ফিল ডিফ্রেইটাস, ড্যারেন গফ এবং ডেভন ম্যালকমকে পরপর তিনটি ডেলিভারিতে ফেরান। ওয়ার্ন ২৭ উইকেট নিয়ে সিরিজ শেষ করেন।

এমসিজিতে ১৯৯৪-৯৫-এ হ্যাটট্রিক - টেস্ট কেরিয়ারের প্রথম হ্যাটট্রিকটা এসেছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই। ব্রিসবেনের গাব্বাতে প্রথম টেস্টে ইংল্যান্ডকে আবারও ধরাশায়ী করার এক মাস পর, ওয়ার্ন MCG-তে তার বিখ্যাত হ্যাটট্রিক করেছিলেন। ওই ম্যাচে তিনি ফিল ডিফ্রেইটাস, ড্যারেন গফ এবং ডেভন ম্যালকমকে পরপর তিনটি ডেলিভারিতে ফেরান। ওয়ার্ন ২৭ উইকেট নিয়ে সিরিজ শেষ করেন।

5 / 5
অ্যাডিলেডে নায়ক ওয়ার্ন - ২০০৬-০৭ সালের ডিসেম্বরে অ্যাসেজ টেস্টের পঞ্চম দিনে, ড্র প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন স্পিনের জাদুকর। ওই টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে লিড নেওয়ার পাশাপাশি তাদের দ্বিতীয় ইনিংসে হাতে ছিল ৯ উইকেট। এর পরই অবিশ্বাস্য এক স্পেলে অস্ট্রেলিয়াকে সেই টেস্ট জিতিয়ে দেন ওয়ার্ন। সেই অ্যাসেজ জয় অজিদের টেস্ট জয়ের মধ্যে সেরা একখানা জয়।

অ্যাডিলেডে নায়ক ওয়ার্ন - ২০০৬-০৭ সালের ডিসেম্বরে অ্যাসেজ টেস্টের পঞ্চম দিনে, ড্র প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন স্পিনের জাদুকর। ওই টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে লিড নেওয়ার পাশাপাশি তাদের দ্বিতীয় ইনিংসে হাতে ছিল ৯ উইকেট। এর পরই অবিশ্বাস্য এক স্পেলে অস্ট্রেলিয়াকে সেই টেস্ট জিতিয়ে দেন ওয়ার্ন। সেই অ্যাসেজ জয় অজিদের টেস্ট জয়ের মধ্যে সেরা একখানা জয়।