Priyanka Banerjee: ভালবাসেন আঁকতে, রয়েছে বুটিক; নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত শান্তনুর স্ত্রীকে চেনেন?

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 12, 2023 | 6:16 PM

Priyanka Banerjee: জানা গিয়েছে, প্রিয়াঙ্কা খুব ভাল আঁকতে পারেন। স্থানীয় স্কুলে আঁকাও শেখাতেন তিনি। পাশাপাশি তাঁর একটি বুটিকও রয়েছে।

1 / 7
শান্তনুর স্ত্রীকে তলব করা হতে পারে

শান্তনুর স্ত্রীকে তলব করা হতে পারে

2 / 7
ইডি সূত্রে খবর, প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। এর আগেও প্রিয়াঙ্কাকে তলব করেছেন ইডি আধিকারিকরা। একাধিকবার ইডির নোটিশ এড়িয়েছেন প্রিয়াঙ্কা।  চলতি সপ্তাহে ফের তলব করা হয়েছে প্রিয়াঙ্কাকে।

ইডি সূত্রে খবর, প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। এর আগেও প্রিয়াঙ্কাকে তলব করেছেন ইডি আধিকারিকরা। একাধিকবার ইডির নোটিশ এড়িয়েছেন প্রিয়াঙ্কা। চলতি সপ্তাহে ফের তলব করা হয়েছে প্রিয়াঙ্কাকে।

3 / 7
কে এই প্রিয়াঙ্কা? সূত্রের খবর, হুগলির বলাগড়ের বাসিন্দা প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় কোবড়ো হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর বলাগড় উচ্চ-বালিকা বিদ্যালয় থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করেন।

কে এই প্রিয়াঙ্কা? সূত্রের খবর, হুগলির বলাগড়ের বাসিন্দা প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় কোবড়ো হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর বলাগড় উচ্চ-বালিকা বিদ্যালয় থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করেন।

4 / 7
পরবর্তীতে বিজয়কৃষ্ণ কলেজ থেকে স্নাতক পাশ করেন। স্নাতক পাশের ডিগ্রি নেওযার পরে প্রিয়াঙ্কা বিএড পাশ করেন।

পরবর্তীতে বিজয়কৃষ্ণ কলেজ থেকে স্নাতক পাশ করেন। স্নাতক পাশের ডিগ্রি নেওযার পরে প্রিয়াঙ্কা বিএড পাশ করেন।

5 / 7
জানা গিয়েছে, প্রিয়াঙ্কা খুব ভাল আঁকতে পারেন। স্থানীয় স্কুলে আঁকাও শেখাতেন তিনি। পাশাপাশি তাঁর একটি বুটিকও রয়েছে।

জানা গিয়েছে, প্রিয়াঙ্কা খুব ভাল আঁকতে পারেন। স্থানীয় স্কুলে আঁকাও শেখাতেন তিনি। পাশাপাশি তাঁর একটি বুটিকও রয়েছে।

6 / 7
২০০৫ সালে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। ভালবেসেই একে অপরকে বিয়ে করেন তাঁরা।

২০০৫ সালে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। ভালবেসেই একে অপরকে বিয়ে করেন তাঁরা।

7 / 7
গ্রেফতারির পর বারংবার শান্তনু দাবি করেছিলেন, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে। তবে হুগলি জেলায় কান পাতলে শোনা যায়, এলাকায় ব্যাপক দাপট এই শান্তুনুর। রিসর্ট, ধাবা আর কত কী! গত কয়েক বছরে এই শান্তনুর সম্পত্তির পরিমাণ যেভাবে বেড়েছে, তা দেখে হতভম্ব তদন্তকারীরাও।

গ্রেফতারির পর বারংবার শান্তনু দাবি করেছিলেন, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে। তবে হুগলি জেলায় কান পাতলে শোনা যায়, এলাকায় ব্যাপক দাপট এই শান্তুনুর। রিসর্ট, ধাবা আর কত কী! গত কয়েক বছরে এই শান্তনুর সম্পত্তির পরিমাণ যেভাবে বেড়েছে, তা দেখে হতভম্ব তদন্তকারীরাও।

Next Photo Gallery