Shehnaaz Gill: সিদ্ধার্থের মৃত্যুবার্ষিকীতে ছিলেন চুপ, দু’দিন পর শেহনাজের খোঁজ মিলল কোথায়?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 06, 2022 | 7:30 AM

Shehnaaz Gill: গত ২ সেপ্টেম্বর ছিল সিদ্ধার্থ শুক্লার প্রথম মৃত্যুবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ ঘনিষ্ঠরা যখন স্মৃতিচারণ করছিলেন সকলের নজর ছিল অভিনেতার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দিকে। তিনি শেহনাজ গিল।

1 / 6
গত ২ সেপ্টেম্বর ছিল সিদ্ধার্থ শুক্লার প্রথম মৃত্যুবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ ঘনিষ্ঠরা যখন স্মৃতিচারণ করছিলেন সকলের নজর ছিল অভিনেতার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দিকে। তিনি শেহনাজ গিল। না, সেদিন শেহনাজ কিছু পোস্ট করেননি। ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, ওই দিন নিজের মিডিয়ার সামনেও আনতে চাননি শেহনাজ। কোথায় ছিলেন তিনি? দু'দিন পর অর্থাৎ সোমবার রাতে মিলল অভিনেত্রীর খোঁজ।

গত ২ সেপ্টেম্বর ছিল সিদ্ধার্থ শুক্লার প্রথম মৃত্যুবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ ঘনিষ্ঠরা যখন স্মৃতিচারণ করছিলেন সকলের নজর ছিল অভিনেতার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দিকে। তিনি শেহনাজ গিল। না, সেদিন শেহনাজ কিছু পোস্ট করেননি। ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, ওই দিন নিজের মিডিয়ার সামনেও আনতে চাননি শেহনাজ। কোথায় ছিলেন তিনি? দু'দিন পর অর্থাৎ সোমবার রাতে মিলল অভিনেত্রীর খোঁজ।

2 / 6
হলুদ সালোয়ার পরে এথনিক পোশাকে দেখা গেল শেহনাজকে। এসেছিলেন মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজ গণপতি দর্শনে। তাঁকে দেখামাত্রই জমে ওঠে ভিড়। সকলেই প্রিয় অভিনেত্রীকে ছুঁয়ে দেখার জন্য রীতিমতো মরিয়া হয়ে ওঠেন।

হলুদ সালোয়ার পরে এথনিক পোশাকে দেখা গেল শেহনাজকে। এসেছিলেন মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজ গণপতি দর্শনে। তাঁকে দেখামাত্রই জমে ওঠে ভিড়। সকলেই প্রিয় অভিনেত্রীকে ছুঁয়ে দেখার জন্য রীতিমতো মরিয়া হয়ে ওঠেন।

3 / 6
তবে একা আসেননি শেহনাজ। সঙ্গে ছিলেন তাঁর আরও এক কাছের মানুষ। যে গোটা সময়টাই ছিলেন শেহনাজের পাশে। কে তিনি?

তবে একা আসেননি শেহনাজ। সঙ্গে ছিলেন তাঁর আরও এক কাছের মানুষ। যে গোটা সময়টাই ছিলেন শেহনাজের পাশে। কে তিনি?

4 / 6
তিনি শেহনাজের দাদা শেহবাজ গিল। প্রথম থেকেই বোনকে আগলে রাখতে দেখা গিয়েছে তাঁকে। সিদ্ধার্থেরও তিনি ছিলেন বেজায় ঘনিষ্ঠ।

তিনি শেহনাজের দাদা শেহবাজ গিল। প্রথম থেকেই বোনকে আগলে রাখতে দেখা গিয়েছে তাঁকে। সিদ্ধার্থেরও তিনি ছিলেন বেজায় ঘনিষ্ঠ।

5 / 6
সিদ্ধার্থের মৃত্যুর পর তাঁর ছবি হাতে ট্যাটুও করিয়েছেন শেহবাজ। এমনকি তাঁর ইনস্টা প্রোফাইলের ডিসপ্লে ছবিতে আজও শোভা পায় সিদ্ধার্থ শুক্লার মুখ।

সিদ্ধার্থের মৃত্যুর পর তাঁর ছবি হাতে ট্যাটুও করিয়েছেন শেহবাজ। এমনকি তাঁর ইনস্টা প্রোফাইলের ডিসপ্লে ছবিতে আজও শোভা পায় সিদ্ধার্থ শুক্লার মুখ।

6 / 6
সিদ্ধার্থের মৃত্যুতে কেন কিছু পোস্ট করেননি শেহনাজ? ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, সিদ্ধার্থ কখনওই নিজের ব্যক্তিগত অনুভূতির কথা প্রকাশ্যে বলতে পছন্দ করতেন না। তাই তাঁর ইচ্ছেকে সম্মান জানাতেই এ হেন সিদ্ধান্ত নিয়েছিলেন শেহনাজ গিল। সিদ্ধার্থ সম্পর্কিত কোনও পোস্টই নাকি তাঁর প্রোফাইলে আর কোনওদিন দেখা যাবে না বলেই সিদ্ধান্ত তাঁর।

সিদ্ধার্থের মৃত্যুতে কেন কিছু পোস্ট করেননি শেহনাজ? ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, সিদ্ধার্থ কখনওই নিজের ব্যক্তিগত অনুভূতির কথা প্রকাশ্যে বলতে পছন্দ করতেন না। তাই তাঁর ইচ্ছেকে সম্মান জানাতেই এ হেন সিদ্ধান্ত নিয়েছিলেন শেহনাজ গিল। সিদ্ধার্থ সম্পর্কিত কোনও পোস্টই নাকি তাঁর প্রোফাইলে আর কোনওদিন দেখা যাবে না বলেই সিদ্ধান্ত তাঁর।

Next Photo Gallery