TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 08, 2021 | 3:48 PM
বিগবসের একটি সিজন, আর তাতেই যেন পাল্টে গিয়েছে অভিনেতা শেহনাজ গিলের জীবন। ওজন ঝরিয়েছেন বেশ খানিক। বলিউড তাঁকে মনে করছে আগামী দিনের তুরুপের তাস, যিনি উল্টে দিতে পারেন পাশা।
যিনি কথা বললেও তা নিয়ে তৈরি হয় খবর। সম্প্রতি সেলিব্রিটি ফোটোগ্রাফার ডাব্বু রত্নানির লেন্সে বন্দি হয়েছেন শেহনাজ। ওজন ঝরিয়ে তিনি এখন 'ফিট অ্যান্ড ফাইন।'
তাঁর খোলামেলা ফোটোশুট নজর কেড়েছে নেটিজেনের। অনেকেই বলছেন, বলি ডেবিউয়ের নাকি আর বেশি দেরি নেই।
বিগবসের বাড়ি থেকেই দর্শক মহলে জায়গা করে নিয়েছিলেন শেহনাজ। তাঁর কথা বলার ধরন, ইংরেজি বলতে না পারা সত্ত্বেও তা নিয়ে লুকোছাপা না করার মতো সাহস, পছন্দ হয়েছিল দর্শকদের।
সম্প্রতি শেহনাজের ওজন কমানো নিয়ে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। সে প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আগে আমি মোটা ছিলাম। যে কোনও দিন খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিলেই ফের ওই চেহারায় ফিরে যেতে পারি। কিন্তু তখন কাজ পেতাম না। আসলে ইন্ডাস্ট্রিতে রোগা বা স্লিম মেয়েরাই শুধুমাত্র কাজ পায়।”
এর আগেও ডাব্বু রতনানির সঙ্গে বেশ কয়েকটি ফোটোশুট করেছেন শেহনাজ। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার অফিসেও। শীঘ্রই কি বলিডেবিউ করতে চলেছেন পঞ্জাবে ক্যাটরিনা কাইফ?