Bangla NewsPhoto gallery Shikhar Dhawan and Ayesha Mukherjee love story, that starts from Facebook and after 8 years they filed divorce
Shikhar Dhawan: ফেসবুকে আলাপ, দুই বাচ্চার মায়ের প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে করেছিলেন ধাওয়ান
Shikhar Dhawan and Ayesha Mukherjee Love Story: এক সময় দুই বাচ্চার মায়ের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ভারতীয় দলের সিনিয়র তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। সেই ধাওয়ানের ব্যক্তিগত জীবন ফের এক বার আলোচনায়। ভারতীয় ক্রিকেটের গব্বর এবং তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের মধ্যে ডিভোর্সের মামলা চলছে। সম্প্রতি আয়েশাকে আদালত নির্দেশ দিয়েছে যে, তিনি শিখর ধাওয়ানের বিরুদ্ধে অবমাননাকর ও ভিত্তিহীন কোনও অভিযোগ করতে পারবেন না।