ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও আয়েশা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) লাভস্টোরির সূচনা ফেসবুক থেকে। ধাওয়ানের প্রাক্তন সতীর্থ হরভজন সিংয়ের 'মিউচুয়াল ফ্রেন্ড' ছিলেন আয়েশা। তা দেখে শিখর তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। (ছবি-টুইটার)
এর পর দু'জনের মধ্যে পরিচিতি বাড়ে। ধীরে ধীরে তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। যদিও আয়েশা তখন বিবাহিত ছিলেন। দুই সন্তানের মা আয়েশাকে তাও মন দিয়ে বসেছিলেন শিখর। (ছবি-টুইটার)
ভারতীয় বংশোদ্ভূত আয়েশা মুখোপাধ্যায় ৮ বছর বয়সে অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানেই আয়েশার পড়াশুনা ও বেড়ে ওঠা। এক অস্ট্রেলিয়ান ব্যবসায়ীর সঙ্গে প্রথম বিয়ে হয় আয়েশার। ধাওয়ানের সঙ্গে প্রেমের সময় আয়েশার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। (ছবি-টুইটার)
দুই সন্তানের মা আয়েশা মুখোপাধ্যায় বয়সে শিখর ধাওয়ানের থেকে ১০ বছরের বড়। প্রেম কী আর বয়সের বাধা মানে! উত্তরটা কমবেশি সকলেই বলবেন না। যেমনটা হয়েছিল শিখর ধাওয়ানের সঙ্গেও। (ছবি-টুইটার)
আয়েশার পাশাপাশি তাঁর দুই মেয়েকেও আপন করে নিয়েছিলেন শিখর ধাওয়ান। ২০০০ সালে আয়েশার প্রথম সন্তানের জন্ম। তার নাম আলিয়া। ২০০৫ সালে তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়, যার নাম রেহা। (ছবি-টুইটার)
২০১২ সালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ধুমধাম করে নিয়ে করেছিলেন শিখর ও আয়েশা। বিয়ের পর আয়েশা ভারতে থাকা শুরু করেন। (ছবি-টুইটার)
শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশাও একজন স্পোর্টসপার্সন। এক সময় তিনি মেলবোর্নে কিকবক্সিংও করতেন। আয়েশা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। (ছবি-টুইটার)
২০১৪ সালে শিখর ও আয়েশার ছেলের জন্ম। তার নাম জোরাবর ধাওয়ান। আট বছর শিখর-আয়েশা একসঙ্গে থাকার পর, আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের ডিভোর্সের মামলা এখনও চলছে। আয়েশার কাছেই রয়েছে তাঁদের ছেলে জোরাবর। (ছবি-টুইটার)