Meghalaya: গোলাপী রঙের আভায় ঢাকা পড়েছে শিলং! শুরু হয়ে গেছে চেরি ব্লসমের মরসুম

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 06, 2021 | 5:46 PM

না, এ দৃশ্য জাপানের নয়। প্যারিস বা ওয়াশিংটনও নয়। এ দৃশ্য মেঘেদের দেশের অর্থাৎ মেঘালয়ের। মেঘালয় সেজে উঠেছে চেরি ব্লসমে। কেমন দেখাচ্ছে শিলং শহরকে, দেখে নিন এক নজরে...

1 / 5
না, এ দৃশ্য জাপানের নয়। প্যারিস বা ওয়াশিংটনও নয়। এ দৃশ্য মেঘেদের দেশের অর্থাৎ মেঘালয়ের। মেঘালয় সেজে উঠেছে চেরি ব্লসমে।

না, এ দৃশ্য জাপানের নয়। প্যারিস বা ওয়াশিংটনও নয়। এ দৃশ্য মেঘেদের দেশের অর্থাৎ মেঘালয়ের। মেঘালয় সেজে উঠেছে চেরি ব্লসমে।

2 / 5
শিলং শহর ঢাকা পড়েছে চেরি ব্লসম ফুলে। বেগুনি ও গোলাপী রঙের সুন্দর আভায় গোটা শহরটি ঢেকে যায়। দূর থেকে মনে হতে পারে, কোনও এক শিল্পী ক্যানভাসে তুলির ছোঁয়ায় জীবন্ত করে রেখেছেন।

শিলং শহর ঢাকা পড়েছে চেরি ব্লসম ফুলে। বেগুনি ও গোলাপী রঙের সুন্দর আভায় গোটা শহরটি ঢেকে যায়। দূর থেকে মনে হতে পারে, কোনও এক শিল্পী ক্যানভাসে তুলির ছোঁয়ায় জীবন্ত করে রেখেছেন।

3 / 5
চেরি ব্লসম ফুল, যা প্রুনাস সেরাসোইডস নামেও পরিচিত এই রাজ্যে। পুরো পূর্ব এবং পশ্চিম খাসি পাহাড় ঢাকা পড়ে এই ফুলে।

চেরি ব্লসম ফুল, যা প্রুনাস সেরাসোইডস নামেও পরিচিত এই রাজ্যে। পুরো পূর্ব এবং পশ্চিম খাসি পাহাড় ঢাকা পড়ে এই ফুলে।

4 / 5
অনেকে মনে করেন এই চেরি ব্লসম হিমালয়ের উপহার। যদিও এই দৃশ্য দেখা যায় যদি নভেম্বর ও ডিসেম্বরে আপনি মেঘালয় বেড়াতে আসেন।

অনেকে মনে করেন এই চেরি ব্লসম হিমালয়ের উপহার। যদিও এই দৃশ্য দেখা যায় যদি নভেম্বর ও ডিসেম্বরে আপনি মেঘালয় বেড়াতে আসেন।

5 / 5
প্রতি বছর নভেম্বরে পালিত হয় চেরি ব্লসম উৎসব। চলতি বছরেও ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল চেরি ব্লসম উৎসব ২০২১।

প্রতি বছর নভেম্বরে পালিত হয় চেরি ব্লসম উৎসব। চলতি বছরেও ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল চেরি ব্লসম উৎসব ২০২১।

Next Photo Gallery