Meghalaya: গোলাপী রঙের আভায় ঢাকা পড়েছে শিলং! শুরু হয়ে গেছে চেরি ব্লসমের মরসুম
TV9 Bangla Digital | Edited By: megha
Dec 06, 2021 | 5:46 PM
না, এ দৃশ্য জাপানের নয়। প্যারিস বা ওয়াশিংটনও নয়। এ দৃশ্য মেঘেদের দেশের অর্থাৎ মেঘালয়ের। মেঘালয় সেজে উঠেছে চেরি ব্লসমে। কেমন দেখাচ্ছে শিলং শহরকে, দেখে নিন এক নজরে...
1 / 5
না, এ দৃশ্য জাপানের নয়। প্যারিস বা ওয়াশিংটনও নয়। এ দৃশ্য মেঘেদের দেশের অর্থাৎ মেঘালয়ের। মেঘালয় সেজে উঠেছে চেরি ব্লসমে।
2 / 5
শিলং শহর ঢাকা পড়েছে চেরি ব্লসম ফুলে। বেগুনি ও গোলাপী রঙের সুন্দর আভায় গোটা শহরটি ঢেকে যায়। দূর থেকে মনে হতে পারে, কোনও এক শিল্পী ক্যানভাসে তুলির ছোঁয়ায় জীবন্ত করে রেখেছেন।
3 / 5
চেরি ব্লসম ফুল, যা প্রুনাস সেরাসোইডস নামেও পরিচিত এই রাজ্যে। পুরো পূর্ব এবং পশ্চিম খাসি পাহাড় ঢাকা পড়ে এই ফুলে।
4 / 5
অনেকে মনে করেন এই চেরি ব্লসম হিমালয়ের উপহার। যদিও এই দৃশ্য দেখা যায় যদি নভেম্বর ও ডিসেম্বরে আপনি মেঘালয় বেড়াতে আসেন।
5 / 5
প্রতি বছর নভেম্বরে পালিত হয় চেরি ব্লসম উৎসব। চলতি বছরেও ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল চেরি ব্লসম উৎসব ২০২১।