TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 20, 2022 | 4:42 PM
সানি লিওনির মতো সুন্দর হতে গেলে মানতে হবে তাঁর সৌন্দর্যে থাকার টিপসও।
ফ্যাশনিস্তা সানি সেরকমই পোশাক পরেন, যা তাঁকে মানায়। মানায় না এরকম পোশাক পরেনই না সানি।
কোন পোশাকের সঙ্গে কী অ্যাক্সেসরিজ় পরবেন, কী গয়না পরবেন, তা নিয়ে সচেতন থাকেন সানি।
চশমা ও সানগ্লাসের ব্যাপারে খুঁতখুঁতে সানি।
সানি লিওন- সানি লিওন ওয়ান নাইট স্ট্যান্ড শিরোনামে একটি ছবি করেছেন। সেই ছবির প্রচারে এসেই মুখ খোলেন তিনি। জানান, তিনি ব্যক্তিগতভাবে ওয়ান নাইট স্ট্যান্ডে অভিজ্ঞ।
বোরিং পোশাক পরেন না সানি। তাঁর পছন্দ হরেকরঙা পোশাক।