Bangla News Photo gallery Shreyas Iyer, Ishan Kishan set up series levelling win for India against South Africa in three match ODI series
IND vs SA: রবিরাতে রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পাঁচকাহন
রবিবাসরীয় ম্যাচে রাঁচিতে ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন ভারতের তরুণ তারকা ঈশান কিষাণ। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুই দলই তৃতীয় উইকেটে দারুণ পার্টনারশিপ দেখল। শেষ পর্যন্ত ম্যাচ জিতে চওড়া হাসি মুখে নিয়ে মাঠ ছেড়েছে মেন ইন ব্লু।