শ্রুতি দাস। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন অনুষ্ঠান সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। ভাইফোঁটাও ব্যতিক্রম হল না।
চলতি বছরের ভাইফোঁটা একেবারে অন্য রকম ভাবে সেলিব্রেট করলেন শ্রুতি। দাদারা ছাড়াও ছিলেন প্রিয় মানুষেরা।
ভাইফোঁটা লেখা অপূর্ব কেক ছিল সেলিব্রেশনের অঙ্গ। বিশেষ দিনের বিশেষ কেক ছিল নজরকাড়া।
কেকের উপরে ভাইকে ফোঁটা দেওয়ার মোটিফও তৈরি করা হয়েছিল। এই আয়োজনও এক রকমের নতুনত্ব বৈকি!
সকলের সঙ্গে মিলেমিশে কেক কেটে ভাইফোঁটা সেলিব্রেট করলেন শ্রুতি।
গ্রুপফি তো মাস্ট। আর সেখানে ছবি তোলার দায়িত্ব নিলেন শ্রুতি নিজেই।
সারা বছর এই একটা দিনের অপেক্ষায় কেটে যায়। ফের একটা বছরের অপেক্ষায় থাকবেন শ্রুতি।