Bhai Dooj 2021: কেমন ভাবে ভাইফোঁটা সেলিব্রেট করলেন শ্রুতি দাস?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Nov 08, 2021 | 4:38 PM

Bhai Dooj 2021: চলতি বছরে অন্য রকম ভাবে ভাইফোঁটা সেলিব্রেট করলেন অভিনেত্রী শ্রুতি দাস। সেই সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

1 / 7
শ্রুতি দাস। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন অনুষ্ঠান সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। ভাইফোঁটাও ব্যতিক্রম হল না।

শ্রুতি দাস। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন অনুষ্ঠান সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। ভাইফোঁটাও ব্যতিক্রম হল না।

2 / 7
চলতি বছরের ভাইফোঁটা একেবারে অন্য রকম ভাবে সেলিব্রেট করলেন শ্রুতি। দাদারা ছাড়াও ছিলেন প্রিয় মানুষেরা।

চলতি বছরের ভাইফোঁটা একেবারে অন্য রকম ভাবে সেলিব্রেট করলেন শ্রুতি। দাদারা ছাড়াও ছিলেন প্রিয় মানুষেরা।

3 / 7
ভাইফোঁটা লেখা অপূর্ব কেক ছিল সেলিব্রেশনের অঙ্গ। বিশেষ দিনের বিশেষ কেক ছিল নজরকাড়া।

ভাইফোঁটা লেখা অপূর্ব কেক ছিল সেলিব্রেশনের অঙ্গ। বিশেষ দিনের বিশেষ কেক ছিল নজরকাড়া।

4 / 7
কেকের উপরে ভাইকে ফোঁটা দেওয়ার মোটিফও তৈরি করা হয়েছিল। এই আয়োজনও এক রকমের নতুনত্ব বৈকি!

কেকের উপরে ভাইকে ফোঁটা দেওয়ার মোটিফও তৈরি করা হয়েছিল। এই আয়োজনও এক রকমের নতুনত্ব বৈকি!

5 / 7
সকলের সঙ্গে মিলেমিশে কেক কেটে ভাইফোঁটা সেলিব্রেট করলেন শ্রুতি।

সকলের সঙ্গে মিলেমিশে কেক কেটে ভাইফোঁটা সেলিব্রেট করলেন শ্রুতি।

6 / 7
গ্রুপফি তো মাস্ট। আর সেখানে ছবি তোলার দায়িত্ব নিলেন শ্রুতি নিজেই।

গ্রুপফি তো মাস্ট। আর সেখানে ছবি তোলার দায়িত্ব নিলেন শ্রুতি নিজেই।

7 / 7
সারা বছর এই একটা দিনের অপেক্ষায় কেটে যায়। ফের একটা বছরের অপেক্ষায় থাকবেন শ্রুতি।

সারা বছর এই একটা দিনের অপেক্ষায় কেটে যায়। ফের একটা বছরের অপেক্ষায় থাকবেন শ্রুতি।

Next Photo Gallery