Bangla NewsPhoto gallery Shubman Gill shares Virat Kohli's a bunch of pictures at different emoji style
Virat Kohli: বিরাটের হাসিতে ইমোজির ছাপ, গিলের শেয়ার করা ছবি দেখেছেন?
আগামীকাল এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। ম্যাচ ডে-র আগের দিন অনুশীলন করেননি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। টুইটারে আজ, কোহলির সঙ্গে খোশমেজাজে সময় কাটানোর ছবি শেয়ার করেছেন শুভমন গিল (Shubman Gill)। সেই ছবিতেই বিরাটের হাসিতে ফুটে উঠেছে ইমোজির ছাপ। দেখে নিন বিরাটের অমলিন হাসির সেই ছবি...