TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Jan 07, 2022 | 4:19 PM
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, রিয়ালিটি শো স্টার শ্বেতা তিওয়ারি। সম্প্রতি নেটমধ্যমে বেইজ রঙের শাড়ি পরে একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন নায়িকা। ঝড়ের বেগে ভাইরাল তাঁর ফটোশ্যুটের ছবি।
বয়স যেন শুধুমাত্র সংখ্যা শ্বেতার কাছে। শ্বেতার শাড়ি পরা লুক ঝড় তুলেছে নেটমাধ্যমে। বয়স ৪১-এর কোঠায় হলেও তাঁর যে কোনও ফটোশ্যুট অষ্টাদশী কোনও অভিনেত্রীকে হার মানাবে।
ডিপ নেক ব্লাউজ, বেইজ রঙের নেটের শাড়িতে লেটেস্ট ফটোশ্যুট নেটমাধ্যমে উষ্ণতার পারদ চড়াচ্ছেন অভিনেত্রী।
খোলা চুল হালকা কার্ল করা, শ্বেতার ফটোশ্যুট রীতিমতো ঘায়েল করেছে নেটিজেনদের। ফটোশ্যুটে নিজের টোনড ফিগার শো-অফ করছেন নায়িকা।
শাড়িতে ফের একবার গ্ল্যামারাস লুকে ধরা দিলেন অভিনেত্রী। তাঁর প্রতিটা ফটোশ্যুটের ছবি থাকে রীতিমতো চর্চায়। অভিনেত্রীর এই ছবি দেখে নেটিজেন তাঁকে তুলনা করলেন ক্যাটরিনা কাইফের সঙ্গে।
শরীরচর্চায় বেশ পারদর্শী শ্বেতা। ভারতীয় হোক কিংবা ওয়েস্টার্ন যে কোনও পোশাকে নিজেকে মেলে ধরতে সক্ষম তিনি।