Shweta Tiwari: ‘মা নয়, পলকের মেয়ে’ হটলুকে মেয়েকে কড়া টক্কর ৪২ বছরের শ্বেতার

Social Media Trolling: বোল্ডনেসের ঝড়ে পলকও কম চমক দেন না। তবে মায়ের পাশে মেয়ে যেন কিছুই নয়। সোশ্যাল মিডিয়ায় বোল্ড লুকে ছবি শেয়ার করতেই কমেন্ট বক্স উঁকি দিল-- 'শ্বেতাই যেন পলকের মেয়ে'।

| Edited By: জয়িতা চন্দ্র

Jan 27, 2023 | 1:42 PM

1 / 6
৪০ পেরিয়েও বোল্ড লুকে যাঁরা ইয়াং স্টারদের যাঁরা ক্রমাগত প্রতিযোগিতার মুখে ফেলে দিচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম স্টার হলেন শ্বেতা তিওয়ারি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর লুক ঘিরে ভক্তমনে বরাবরই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে।

৪০ পেরিয়েও বোল্ড লুকে যাঁরা ইয়াং স্টারদের যাঁরা ক্রমাগত প্রতিযোগিতার মুখে ফেলে দিচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম স্টার হলেন শ্বেতা তিওয়ারি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর লুক ঘিরে ভক্তমনে বরাবরই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে।

2 / 6
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই হট লুকে ছবি শেয়ার করে থাকেন শ্বেতা। যা মুহূর্তে লাইক কমেন্টে ভরে ওঠে। পর্দায় যাঁরা তাঁর মেয়ে কিংবা ছেলের ভূমিকায় অভিনয় করেছেন একদা, বর্তমানে তাঁদের লুককেও যেন ছাপিয়ে যাচ্ছেন শ্বেতা।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই হট লুকে ছবি শেয়ার করে থাকেন শ্বেতা। যা মুহূর্তে লাইক কমেন্টে ভরে ওঠে। পর্দায় যাঁরা তাঁর মেয়ে কিংবা ছেলের ভূমিকায় অভিনয় করেছেন একদা, বর্তমানে তাঁদের লুককেও যেন ছাপিয়ে যাচ্ছেন শ্বেতা।

3 / 6
যা নিয়ে মাঝে মধ্যেই টিভি স্টারদের ঠাট্টা করতেও শোনা যায়। তবে শ্বেতার লুকের জন্যই মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় খোদ শ্বেতার কন্যা পলককে।

যা নিয়ে মাঝে মধ্যেই টিভি স্টারদের ঠাট্টা করতেও শোনা যায়। তবে শ্বেতার লুকের জন্যই মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় খোদ শ্বেতার কন্যা পলককে।

4 / 6
বোল্ডনেসের ঝড়ে পলকও কম চমক দেন না। তবে মায়ের পাশে মেয়ে যেন কিছুই নয়। সোশ্যাল মিডিয়ায় বোল্ড লুকে ছবি শেয়ার করতেই কমেন্ট বক্স উঁকি দিল-- 'শ্বেতাই যেন পলকের মেয়ে'।  কেউ কেউ তাঁকে সেক্সি ওয়েব সিরিজে দেখার ইচ্ছার কথাও জানাল।

বোল্ডনেসের ঝড়ে পলকও কম চমক দেন না। তবে মায়ের পাশে মেয়ে যেন কিছুই নয়। সোশ্যাল মিডিয়ায় বোল্ড লুকে ছবি শেয়ার করতেই কমেন্ট বক্স উঁকি দিল-- 'শ্বেতাই যেন পলকের মেয়ে'। কেউ কেউ তাঁকে সেক্সি ওয়েব সিরিজে দেখার ইচ্ছার কথাও জানাল।

5 / 6
তবে শ্বেতা নিজেকে ফিট রাখতে কোনও খামতি রাখেন না। একাধিকবার নিজের প্রসঙ্গে মুখ খুলে তিনি জানিয়েছেন, কড়া ডায়েট, সঙ্গে শরীরচর্চা সবটাতেই নজর থাকে তাঁর।

তবে শ্বেতা নিজেকে ফিট রাখতে কোনও খামতি রাখেন না। একাধিকবার নিজের প্রসঙ্গে মুখ খুলে তিনি জানিয়েছেন, কড়া ডায়েট, সঙ্গে শরীরচর্চা সবটাতেই নজর থাকে তাঁর।

6 / 6
তাই বলে মায়ের জন্য পলককে নেটপাড়ায় যে নিত্য সমালোচনার শিকার হতে হয়, তা কারও নজর এড়ায় না। তবে পলক বিষয়টা বেশ গর্বের সঙ্গেই গ্রহণ করেন।

তাই বলে মায়ের জন্য পলককে নেটপাড়ায় যে নিত্য সমালোচনার শিকার হতে হয়, তা কারও নজর এড়ায় না। তবে পলক বিষয়টা বেশ গর্বের সঙ্গেই গ্রহণ করেন।