TV9 Bangla Digital | Edited By: aryama das
Nov 25, 2021 | 7:46 PM
কোভিডের মত ডেঙ্গুও ভেতর থেকে শরীরকে দুর্বল করে দেয়। ফলে দুর্বলতা কাটতে অনেক সময় লাগে। এই সময় কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে। বাইরের খাবার একদম নয়।
ভীষণ ভাবে চুল ঝরতে শুরু করে ডেঙ্গুর পর
এছাড়াও থাকে পেশির ব্যথা। বিশেষত জয়েন্ট পেন বেড়ে যায়। আসে আর্থ্রাইটিসের সমস্যাও
হজমশক্তি কমে যায়। সেই সঙ্গে চলে যাওয়ায় খাওয়ার ইচ্ছেও। তেল-মশলাজাত খাবার খেলেই তাড়াতাড়ি পেট খারাপ হয়ে যায়।
এছাড়াও যার একবার ডেঙ্গু হয়েছে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় অনেকখানি। ওজনও কমে যায় অস্বাভাবিক ভাবে