Sidharth Relationships: কিয়ারাকে বিয়ে করলেন ঠিকই; সিদ্ধার্থের প্রেম ছিল আলিয়া থেকে ক্যাটরিনার সকলের সঙ্গেই

Sidharth-Kiara Wedding: কখনও ছবিকে হিট করানোর জন্য 'প্রচারমূলক প্রেম', কখনও লুকিয়ে-লুকিয়ে প্রেম, প্রতিবেশী অভিনেত্রীর সঙ্গে মাখোমাখো রোম্যান্স... সিদ্ধার্থও কিন্তু কম 'ক্যাসানোভা' নন!

| Edited By: Sneha Sengupta

Feb 08, 2023 | 1:27 PM

1 / 8
৭ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেছেন দুই তারকা কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা। অনেক রাতে তাঁদের বিয়ের ছবি শেয়ার করেছিল নবদম্পতি।

৭ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেছেন দুই তারকা কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা। অনেক রাতে তাঁদের বিয়ের ছবি শেয়ার করেছিল নবদম্পতি।

2 / 8
অন্যদিকে সিদ্ধার্থের পোশাকেও ছিল রঙমিলান্তি। সব মিলিয়ে যাকে বলে খাপে খাপ। কিয়ারা মন্ডপে প্রবেশ করতেই আবেগঘন হয়ে পড়েন সিদ্ধার্থ। চোখের কোনও ওঠে চিকচিক করে।

অন্যদিকে সিদ্ধার্থের পোশাকেও ছিল রঙমিলান্তি। সব মিলিয়ে যাকে বলে খাপে খাপ। কিয়ারা মন্ডপে প্রবেশ করতেই আবেগঘন হয়ে পড়েন সিদ্ধার্থ। চোখের কোনও ওঠে চিকচিক করে।

3 / 8
Sidharth Relationships: কিয়ারাকে বিয়ে করলেন ঠিকই; সিদ্ধার্থের প্রেম ছিল আলিয়া থেকে ক্যাটরিনার সকলের সঙ্গেই

4 / 8
এরপর গুঞ্জন রটতে থাকে, কিয়ারা এবং সিদ্ধার্থ বিয়ে করতে চলেছেন এবং ২০২৩ সালের শুরুতেই তাঁদের শুভ বিবাহ সম্পন্ন হবে। এই সিদ্ধার্থের জীবনে কেবল কিয়ারাই ছিলেন না একমাত্র নারী। অতীতে অনেক নায়িকাকেই ডেট করেছিলেন তিনি।

এরপর গুঞ্জন রটতে থাকে, কিয়ারা এবং সিদ্ধার্থ বিয়ে করতে চলেছেন এবং ২০২৩ সালের শুরুতেই তাঁদের শুভ বিবাহ সম্পন্ন হবে। এই সিদ্ধার্থের জীবনে কেবল কিয়ারাই ছিলেন না একমাত্র নারী। অতীতে অনেক নায়িকাকেই ডেট করেছিলেন তিনি।

5 / 8
আলিয়া-সিদ্ধার্থ: করণ জোহর পরিচালিত 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ ডেবিউ করেছিলেন আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা। শোনা গিয়েছিল, তাঁরা নাকি ডেট করছিলেন একে-অপরকে। বিভিন্ন জায়গায় দেখা যেত তাঁদের। বিশেষ করে ফিল্মি পার্টি এবং সামাজিক অনুষ্ঠানে। একটা সময় পর ২০১৭ সালে ব্রেকআপও হয়ে যায় দুই তারকার। 'কফি উইফ করণ'-এ এসে সিদ্ধার্থ নাম না করে বলেছিলেন, তিনি তাঁর প্রাক্তনের পোষ্য বিড়ালকে খুব মিস করেন। আর সকলেই জানেন, আলিয়ার একটি মিষ্টি দেখতে পার্শিয়ান বিড়াল আছে, যার নাম পিকা। আলিয়া এখন কাপুর পরিবারের বউ। রণবীর কাপুরকে বিয়ে করে সুখে সংসার করছেন। তাঁর কন্যাসন্তান রাহার জন্ম হয়েছে ২০২২ সালের ৬ নভেম্বর।

আলিয়া-সিদ্ধার্থ: করণ জোহর পরিচালিত 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ ডেবিউ করেছিলেন আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা। শোনা গিয়েছিল, তাঁরা নাকি ডেট করছিলেন একে-অপরকে। বিভিন্ন জায়গায় দেখা যেত তাঁদের। বিশেষ করে ফিল্মি পার্টি এবং সামাজিক অনুষ্ঠানে। একটা সময় পর ২০১৭ সালে ব্রেকআপও হয়ে যায় দুই তারকার। 'কফি উইফ করণ'-এ এসে সিদ্ধার্থ নাম না করে বলেছিলেন, তিনি তাঁর প্রাক্তনের পোষ্য বিড়ালকে খুব মিস করেন। আর সকলেই জানেন, আলিয়ার একটি মিষ্টি দেখতে পার্শিয়ান বিড়াল আছে, যার নাম পিকা। আলিয়া এখন কাপুর পরিবারের বউ। রণবীর কাপুরকে বিয়ে করে সুখে সংসার করছেন। তাঁর কন্যাসন্তান রাহার জন্ম হয়েছে ২০২২ সালের ৬ নভেম্বর।

6 / 8
জ্যাকলিন-সিদ্ধার্থ: এই মুহূর্তে 'কনম্যান' সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে আছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়। কিন্তু জানেন কি, এই জ্যাকলিনের সঙ্গে একটা সময় বেশ মাখোমাখো সম্পর্ক ছিল সিদ্ধার্থের। 'ব্রাদার্স' এবং 'আ জেন্টলম্যান' নামের দুটি ছবিতে তাঁরা কাজও করেছিলেন। কিন্তু এই সম্পর্ক কখনওই স্বীকার করেননি এই দুই তারকা।

জ্যাকলিন-সিদ্ধার্থ: এই মুহূর্তে 'কনম্যান' সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে আছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়। কিন্তু জানেন কি, এই জ্যাকলিনের সঙ্গে একটা সময় বেশ মাখোমাখো সম্পর্ক ছিল সিদ্ধার্থের। 'ব্রাদার্স' এবং 'আ জেন্টলম্যান' নামের দুটি ছবিতে তাঁরা কাজও করেছিলেন। কিন্তু এই সম্পর্ক কখনওই স্বীকার করেননি এই দুই তারকা।

7 / 8
তারা-সিদ্ধার্থ: অভিনেত্রী তারা সুতারিয়াকেও একটা সময় ডেট করেছিলেন সিদ্ধার্থ। সেই সময় 'মারজাওয়াঁ' ছবির জন্য শুটিং করছিলেন তাঁরা। তাঁদের প্রায়ই দেখা যেত একসঙ্গে। কিন্তু কোনওদিনও সরাসরি সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। যদিও তারার থেকে ইঙ্গিত এসেছিল, যে প্রতিবেশী হিসেবে তাঁদের মধ্যে প্রেম আছে।

তারা-সিদ্ধার্থ: অভিনেত্রী তারা সুতারিয়াকেও একটা সময় ডেট করেছিলেন সিদ্ধার্থ। সেই সময় 'মারজাওয়াঁ' ছবির জন্য শুটিং করছিলেন তাঁরা। তাঁদের প্রায়ই দেখা যেত একসঙ্গে। কিন্তু কোনওদিনও সরাসরি সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। যদিও তারার থেকে ইঙ্গিত এসেছিল, যে প্রতিবেশী হিসেবে তাঁদের মধ্যে প্রেম আছে।

8 / 8
ক্যাটরিনা-সিদ্ধার্থ: অতীতে নাকি ক্যাটরিনা কাইফের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন সিদ্ধার্থ। 'বার বার দেখো' ছবিটিতে কাজ করেছিলেন তাঁরা। অনেকবারই তাঁদের একসঙ্গে লাঞ্চ করতে দেখা যায় মুম্বইয়ের বিভিন্ন রেস্তোরাঁয়। তারপর আর দেখা যায়নি। অনেকেই মনে করেন ছবিকে হলে চালানোর জন্য পাবলিসিটি স্টান্ট হিসেবে এমনটা করেছিলেন দুই তারকা। যদিও এত কিছু করেও ছবিটি বক্স অফিসে চলেনি সেই ভাবে।

ক্যাটরিনা-সিদ্ধার্থ: অতীতে নাকি ক্যাটরিনা কাইফের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন সিদ্ধার্থ। 'বার বার দেখো' ছবিটিতে কাজ করেছিলেন তাঁরা। অনেকবারই তাঁদের একসঙ্গে লাঞ্চ করতে দেখা যায় মুম্বইয়ের বিভিন্ন রেস্তোরাঁয়। তারপর আর দেখা যায়নি। অনেকেই মনে করেন ছবিকে হলে চালানোর জন্য পাবলিসিটি স্টান্ট হিসেবে এমনটা করেছিলেন দুই তারকা। যদিও এত কিছু করেও ছবিটি বক্স অফিসে চলেনি সেই ভাবে।