Rakshabandhan: কোন রাখিতে ভাইয়ের মাথা ঠান্ডা হবে, কোনটিতে আসবে সৌভাগ্য, জেনে নিন কোন রাখির কী মানে?
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 22, 2021 | 12:21 PM
রাখি এখন স্টাইল স্টেটমেন্টের অংশ। অনেক ধরনের রাখি পাওয়া যায় বাজারে। অনেকে আবার নিজে হাতে রাখি তৈরি করেন ভাই/দাদার জন্য। কিন্তু শাস্ত্রমতে বলা হয়, একেক রাখির একেক মানে। তাই ভাই/দাদার মঙ্গলের জন্য কেমন ধরনের রাখি পরানো ভাল, জেনে নিন চটপট -
1 / 8
রুদ্রাক্ষের রাখি - গয়নায় রুদ্রাক্ষের ব্যবহার বহু পুরনো। বলা হয়, মহাদেবের অশ্রু থেকে রুদ্রাক্ষের জন্ম। ফলত, সেটিকে অত্যন্ত শুভ মানা হয়। রুদ্রাক্ষ দিয়ে তৈরি রাখিও পাওয়া যায় এখন। এই রাখি যদি ভাইকে পরান ফিরবে তাঁর সৌভাগ্য, উন্নতি, স্বাস্থ্য ও অর্থ। ভাইয়ের মাথা গরম হলে রুদ্রাক্ষই তা ঠান্ডা করতে পারবে।
2 / 8
ইভল আই রাখি - নীল রঙের চোখের মতো দেখতে এই পাথরটি অনেকভাবেই ব্যবহার করছেন মানুষ। বলা হয়, অশুভ শক্তির বিনাশ করে এই নীল চোখ। ফলে ইভল আই বসানো রাখিও পরাতে পারেন ভাইকে।
3 / 8
গণেশ রাখি - অনেক রাখিতেই ছোট্ট গণেশ বসানো থাকে। ভাইকে পরাতে পারেন অনায়াসে। এই রাখি তাঁর জীবনে শুভ কিছুর সূচনা করতে পারে। গণেশ দেবের আশীর্বাদ পাবেন আপনার দাদা/ভাই। বাধাহীন ভাবে সব কাজে উত্তীর্ণ হতে পারবেন তিনি।
4 / 8
সোনালি রাখি - খরচের হিসেবে বেজায় দামী। কিন্তু এমন মানুষও আছেন, যাঁরা প্রতি বছর ভাইকে সোনার রাখি পরান। অর্থের প্রতীক এই রাখি। ভাল সময় সঙ্গে নিয়ে আসে। আনে সৌভাগ্যও।
5 / 8
ওম রাখি - সমস্ত চক্রকে যুক্ত করে যে চিহ্ন, সেটি হল ওম। এই রাখির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। শক্তি ও পবিত্রতার প্রতীক এই রাখি। বলা হয়, এই রাখি পরলেও মহাদেবের আশীর্বাদ মেলে।
6 / 8
সাই বাবা রাখি - বলা হয়,ভগবান শিবের অবতার সাই বাবা। তাই সাই বাবার চিহ্নযুক্ত রাখি পরালে সরাসরি শিবের আশীর্বাদ পাবেন আপনার দাদা/ভাই।
7 / 8
রুপোলি রাখি - রুপো এমন এক ধাতু, যা সাধ্যের মধ্যে পাওয়া যায়। এই ধাতু ধারণ করলে মেলে আর্থিক সৌভাগ্যও। পাশাপাশি আভিজাত্য বৃদ্ধি করে রুপো। ঐশ্বরিক আশীর্বাদ মেলে এই ধাতুতে। তাই ভাইকে পরাতে পারেন সিলভার রাখি।
8 / 8
স্বস্তিক রাখি - প্রচীন ধার্মিক চিহ্নটির মধ্যে রয়েছে ঐশ্বরিক শক্তি। সৌভাগ্য ফিরিয়ে আনে এই চিহ্ন। যে কোনও শুভ অনুষ্ঠানে দেখা যায়। এই চিহ্নের রাখি পরাতে পারেন ভাইকে।