সাফল্য-হতাশা-প্রেম-বিচ্ছেদ নানা ভাবে আমাদের মনে দাগ কাটে। অনেক চেষ্টার পরও যদি কোনও কিছু আমাদের হাতের সামনে থেকে ফসকে যায় তাহলে কিন্তু মন খারাপ হতে বাধ্য। কিন্তু তা যেন আমাদের জীবনকে বেশি প্রভাবিত না করে ফেলে।
কখনই কোনও কিছু আপনার ভাল লাগছে না, চারপাশের ঘটে চলা সব ঘটনাতেই আপনি বিরক্ত। সব কিছুর থেকে নিজেকে ক্রমশই দূরে সরিয়ে নিতে চাইছেন, কোনও কিছুই আপনার মন ভাল করতে পারছে না, কান্নাকাটি লেগেই আছে- এসব কিন্তু নিছকই মন খারাপ নয়।
সব সময় শরীর ক্লান্ত লাগছে। কোনও ভাবেই কাটছে না ক্লান্তি। এতে মন মেজাজ আরএ খারাপ হচ্ছে। এরকম লক্ষণ কিন্তু অবহেলা নয়। চিকিৎসকের পরামর্শ নিন
কোনও কিছুই খেতে ভাল লাগছে না। খাবার দেখলেই দূরে সরে যাচ্ছেন। কখনও ফেলেও দিচ্ছেন। খাওয়ার সময়- ঘুম কোনও কিছুরই ঠিক নেই। আবার এমন হল যে খেতে বসে আপনি খেয়েই যাচ্ছেন। বিশেষত জাঙ্ক ফুড। ফলে বাড়ছে ওজন। এটাও কিন্তু ডিপ্রেশনের লক্ষণ।
সব সময় মেজাজ তিতিবিরক্ত হয়ে আছে। সবেতেই বিরক্ত লাগছে। মনে হচ্ছে আপনি ছাড়া সবাই ভাল আছে। আপনার জীবনের এখানেই ইতি। নিজেকে শে, করে দিতে ইচ্ছে করছে। আর একটুও সময় খরচা নয়। যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। তাঁর কথামত চলুন। প্রয়োজনে ওষুধ খেতে হতে পারে।