Song Recording: ওয়েব ফিল্ম ‘অ্যাওয়েটিং’-এর জন্য গানের রেকর্ডিং; কিছু মুহূর্ত দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 27, 2021 | 11:12 PM

সম্প্রতি উত্তরবঙ্গে গিয়েছিল টিম 'অ্যাওয়েটিং'। ফিরে এসেই শুরু হয় পোস্ট প্রোডাকশনের কাজে। গায়িকা ইমন চক্রবর্তী প্লেব্যাক করছেন ছবিতে। গানের কথা রণজয় ভট্টাচার্যর।

1 / 6
পরিচালকের নাম অর্ণব কে মিদ্যা। ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ছবির নাম 'অ্যাওয়েটিং'। সেই ছবিতেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিন্দি ধারাবাহিকের সাহিল ফুল ও বাংলার সায়ন্তনি গুহ ঠাকুরতা। অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুষা বিশ্বনাথন ও ঈশান মজুমদার। সম্পর্ক নিয়ে গল্প।

পরিচালকের নাম অর্ণব কে মিদ্যা। ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ছবির নাম 'অ্যাওয়েটিং'। সেই ছবিতেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিন্দি ধারাবাহিকের সাহিল ফুল ও বাংলার সায়ন্তনি গুহ ঠাকুরতা। অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুষা বিশ্বনাথন ও ঈশান মজুমদার। সম্পর্ক নিয়ে গল্প।

2 / 6
আর সেই গল্পেই সুরের ঝংকার তুলবেন সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত দুই শিল্পী - রণজয় ভট্টাচার্য ও ইমন চক্রবর্তী। ওয়েব ফিল্ম 'অ্যাওয়েটিং'-এর জন্য সম্প্রতি গানের রেকর্ডিং সারলেন তাঁরা।

আর সেই গল্পেই সুরের ঝংকার তুলবেন সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত দুই শিল্পী - রণজয় ভট্টাচার্য ও ইমন চক্রবর্তী। ওয়েব ফিল্ম 'অ্যাওয়েটিং'-এর জন্য সম্প্রতি গানের রেকর্ডিং সারলেন তাঁরা।

3 / 6
গানটির নাম 'রংবাহারি'। একটি লাইন দেখেই বোঝা যাচ্ছে দারুণ রোম্যান্টিক হতে চলেছে গানটি।

গানটির নাম 'রংবাহারি'। একটি লাইন দেখেই বোঝা যাচ্ছে দারুণ রোম্যান্টিক হতে চলেছে গানটি।

4 / 6
গানটির নাম 'যখনই স্বপ্নচোখে ঘুমপালকে গল্প তারই'। একটি লাইন দেখেই বোঝা যাচ্ছে দারুণ রোম্যান্টিক হতে চলেছে গানটি।

গানটির নাম 'যখনই স্বপ্নচোখে ঘুমপালকে গল্প তারই'। একটি লাইন দেখেই বোঝা যাচ্ছে দারুণ রোম্যান্টিক হতে চলেছে গানটি।

5 / 6
তারপর তাঁদের সঙ্গে যুক্ত হন পরিচালক অর্ণব কে মিদ্যা, সায়ন্তনিরাও।

তারপর তাঁদের সঙ্গে যুক্ত হন পরিচালক অর্ণব কে মিদ্যা, সায়ন্তনিরাও।

6 / 6
রেকর্ডিংয়ের মাঝে দারুণ মজা করেন সকলে। এটাই আসলে ফিল্ম মেকিংয়ের মজা।

রেকর্ডিংয়ের মাঝে দারুণ মজা করেন সকলে। এটাই আসলে ফিল্ম মেকিংয়ের মজা।

Next Photo Gallery