Photos: কীভাবে টাটা ‘বাই বাই’ হল, সাক্ষী এই ছবিগুলো…

Singur: আরবিট্রাল ট্রাইবুনাল রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, সিঙ্গুরে কারখানা না হওয়ার জন্য ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে টাটা মোটরসকে। এছাড়াও ২০১৬ সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ক্ষতিপূরণ শোধ না হওয়া পর্যন্ত বার্ষিক ১১ শতাংশ হারে সুদ দিতে হবে রাজ্য সরকারকে। তিন মাসের মধ্যে টাকা দিতে হবে রাজ্যকে।

| Edited By: সায়নী জোয়ারদার

Oct 31, 2023 | 2:32 PM

1 / 24
কলকাতায় অবস্থানে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি বিরোধী মঞ্চে। ২০০৬ সাল। অভিযোগ, সেদিন ভোরে তাঁকে জোর করে সিঙ্গুর থেকে তুলে দেওয়া হয়েছিল। এরপর কলকাতায় মেয়ো রোডে বসেন। অনিচ্ছুক কৃষকদের জমি অধিগ্রহণ করে টাটা মোটরসের ন্যানো কারখানার প্রতিবাদে অবস্থান করেন তিনি। AFP PHOTO/Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

কলকাতায় অবস্থানে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি বিরোধী মঞ্চে। ২০০৬ সাল। অভিযোগ, সেদিন ভোরে তাঁকে জোর করে সিঙ্গুর থেকে তুলে দেওয়া হয়েছিল। এরপর কলকাতায় মেয়ো রোডে বসেন। অনিচ্ছুক কৃষকদের জমি অধিগ্রহণ করে টাটা মোটরসের ন্যানো কারখানার প্রতিবাদে অবস্থান করেন তিনি। AFP PHOTO/Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

2 / 24
তৃণমূল কংগ্রেসের সমর্থকরা রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানায়। ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর। AFP PHOTO Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

তৃণমূল কংগ্রেসের সমর্থকরা রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানায়। ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর। AFP PHOTO Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

3 / 24
২০০৬ সালের ৪ ডিসেম্বর। সে সময় বিজেপির সভাপতি রাজনাথ সিং। কলকাতায় এলেন, দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পাশে থাকার আশ্বাসও দিলেন। কিন্তু রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে এ মাসেই জমি হস্তান্তরিত করা হবে টাটাকে। AFP PHOTO/ Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

২০০৬ সালের ৪ ডিসেম্বর। সে সময় বিজেপির সভাপতি রাজনাথ সিং। কলকাতায় এলেন, দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পাশে থাকার আশ্বাসও দিলেন। কিন্তু রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে এ মাসেই জমি হস্তান্তরিত করা হবে টাটাকে। AFP PHOTO/ Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

4 / 24
২০০৬ সালের ৪ ডিসেম্বর। ফেন্সিং দিয়ে ঘেরা শুরু কারখানার প্লট। প্রতিবাদে অনশনে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। AFP PHOTO/ Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

২০০৬ সালের ৪ ডিসেম্বর। ফেন্সিং দিয়ে ঘেরা শুরু কারখানার প্লট। প্রতিবাদে অনশনে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। AFP PHOTO/ Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

5 / 24
কলকাতা থেকে ৫০ কিমি দূরে সিঙ্গুর গ্রাম থেকে ফেন্সিংয়ের কাজ সেরে কর্মীরা ফিরছেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে তাতছে বাংলা। AFP PHOTO/ Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

কলকাতা থেকে ৫০ কিমি দূরে সিঙ্গুর গ্রাম থেকে ফেন্সিংয়ের কাজ সেরে কর্মীরা ফিরছেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে তাতছে বাংলা। AFP PHOTO/ Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

6 / 24
২০০৬ সালের ৬ ডিসেম্বর। অনশনে মমতা। কলকাতা আরও উত্তপ্ত হচ্ছে। রাস্তায় রাস্তায় তৃণমূল কর্মীদের অবরোধ। সরকার জানিয়ে দিয়েছে জমি অধিগ্রহণ হচ্ছেই। AFP PHOTO/ Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

২০০৬ সালের ৬ ডিসেম্বর। অনশনে মমতা। কলকাতা আরও উত্তপ্ত হচ্ছে। রাস্তায় রাস্তায় তৃণমূল কর্মীদের অবরোধ। সরকার জানিয়ে দিয়েছে জমি অধিগ্রহণ হচ্ছেই। AFP PHOTO/ Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

7 / 24
২০০৬ সালের ৬ ডিসেম্বর। এনডিএর আহ্বায়ক জর্জ ফার্নান্ডেজ এলেন কলকাতায়। মমতার সঙ্গে দেখা করলেন ধরনামঞ্চে। AFP PHOTO/ Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

২০০৬ সালের ৬ ডিসেম্বর। এনডিএর আহ্বায়ক জর্জ ফার্নান্ডেজ এলেন কলকাতায়। মমতার সঙ্গে দেখা করলেন ধরনামঞ্চে। AFP PHOTO/ Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

8 / 24
২০০৬ সালের ৮ ডিসেম্বর। মেধা পাটেকর এলেন কলকাতায়। সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সঙ্গে বসে সাংবাদিক সম্মেলন করলেন। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মমতাকে অনশন তোলার আবেদন জানালেন। মমতা অনড়। AFP PHOTO/ Deshaklayan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

২০০৬ সালের ৮ ডিসেম্বর। মেধা পাটেকর এলেন কলকাতায়। সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সঙ্গে বসে সাংবাদিক সম্মেলন করলেন। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মমতাকে অনশন তোলার আবেদন জানালেন। মমতা অনড়। AFP PHOTO/ Deshaklayan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

9 / 24
 মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনের ২৩ দিন। অক্সিজেনের নল মমতার নাকে। অনশন মঞ্চ ছাড়তে নারাজ মমতা। তৃণমূলের নেতা কর্মীরাও মমতার সঙ্গে এক মঞ্চে। AFP PHOTO/ Deshaklayan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনের ২৩ দিন। অক্সিজেনের নল মমতার নাকে। অনশন মঞ্চ ছাড়তে নারাজ মমতা। তৃণমূলের নেতা কর্মীরাও মমতার সঙ্গে এক মঞ্চে। AFP PHOTO/ Deshaklayan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

10 / 24
২০০৭, ৭ জানুয়ারি। কলকাতায় মিটিং করলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ডিওয়াইএফআইয়ের মিটিং। রাজ্যের শিল্পোন্নয়ন নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।  AFP PHOTO/STR (Photo credit should read STRDEL/AFP via Getty Images)

২০০৭, ৭ জানুয়ারি। কলকাতায় মিটিং করলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ডিওয়াইএফআইয়ের মিটিং। রাজ্যের শিল্পোন্নয়ন নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। AFP PHOTO/STR (Photo credit should read STRDEL/AFP via Getty Images)

11 / 24
২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি। প্রতিবাদে মমতা। সিঙ্গুরে তাঁর সভায় ছায়াসঙ্গী ছিলেন সোনালি গুহ। AFP PHOTO/Deshaklayan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি। প্রতিবাদে মমতা। সিঙ্গুরে তাঁর সভায় ছায়াসঙ্গী ছিলেন সোনালি গুহ। AFP PHOTO/Deshaklayan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

12 / 24
২০০৮ সালের ১৯ অগস্ট। বেঙ্গল চেম্বার কমার্স কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়। চেম্বার অব কমার্সের আমন্ত্রণে আসেন তিনি। শিল্প নিয়ে এক আলোচনা ছিল সেখানে। AFP PHOTO/Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

২০০৮ সালের ১৯ অগস্ট। বেঙ্গল চেম্বার কমার্স কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়। চেম্বার অব কমার্সের আমন্ত্রণে আসেন তিনি। শিল্প নিয়ে এক আলোচনা ছিল সেখানে। AFP PHOTO/Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

13 / 24
 তৃণমূলের স্লোগান সিঙ্গুরের জমিতে। মোটর গাড়ি নয়, ভাতের হাঁড়িই দাবি। AFP PHOTO/Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

তৃণমূলের স্লোগান সিঙ্গুরের জমিতে। মোটর গাড়ি নয়, ভাতের হাঁড়িই দাবি। AFP PHOTO/Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

14 / 24
২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর। অনিচ্ছুক কৃষকদের নিয়ে পথে নামলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। টাটাদের নির্মীয়মাণ কারখানার পাশ দিয়েই সেই মিছিল এগিয়ে যায়।  AFP PHOTO/Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images

২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর। অনিচ্ছুক কৃষকদের নিয়ে পথে নামলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। টাটাদের নির্মীয়মাণ কারখানার পাশ দিয়েই সেই মিছিল এগিয়ে যায়। AFP PHOTO/Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images

15 / 24
১৮ জুন। সিঙ্গুরের বাজেমেলিয়া মৌজায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন। কৃষকদের স্বার্থরক্ষার স্বার্থে সেই সভা। (Photo by Shamik Banerjee/The The India Today Group via Getty Images)

১৮ জুন। সিঙ্গুরের বাজেমেলিয়া মৌজায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন। কৃষকদের স্বার্থরক্ষার স্বার্থে সেই সভা। (Photo by Shamik Banerjee/The The India Today Group via Getty Images)

16 / 24
২০০৮ সালের ২৪ অগস্ট। তৃণমূলের সমর্থকরা টাটার কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ দেখালেন। প্রায় ৪০ হাজার মানুষ সেদিন ন্যানোর কারখানার সামনে বিক্ষোভ দেখান। AFP PHOTO/Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

২০০৮ সালের ২৪ অগস্ট। তৃণমূলের সমর্থকরা টাটার কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ দেখালেন। প্রায় ৪০ হাজার মানুষ সেদিন ন্যানোর কারখানার সামনে বিক্ষোভ দেখান। AFP PHOTO/Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

17 / 24
২০০৮ সালের ৩ সেপ্টেম্বর। কলকাতায় এভাবেই টাটার কারখানার সমর্থনে সই দেখা গিয়েছিল। AFP PHOTO/Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

২০০৮ সালের ৩ সেপ্টেম্বর। কলকাতায় এভাবেই টাটার কারখানার সমর্থনে সই দেখা গিয়েছিল। AFP PHOTO/Deshakalyan CHOWDHURY (Photo credit should read DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

18 / 24
২০০৯ সালের ১ সেপ্টেম্বর। রাজ্যের অর্থমন্ত্রী নিরূপম সেন সাংবাদিক সম্মেলন করেন কলকাতায়। সঙ্গে ছিলেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। টাটাদের বক্তব্য ছিল, 'আমরা জমির উপর বসে থাকতে আসিনি। আমরা যে বিনিয়োগ এখানে করেছি রাজ্য সরকার সেই ক্ষতিপূরণ দিলে আমরা ফিরব।'

২০০৯ সালের ১ সেপ্টেম্বর। রাজ্যের অর্থমন্ত্রী নিরূপম সেন সাংবাদিক সম্মেলন করেন কলকাতায়। সঙ্গে ছিলেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। টাটাদের বক্তব্য ছিল, 'আমরা জমির উপর বসে থাকতে আসিনি। আমরা যে বিনিয়োগ এখানে করেছি রাজ্য সরকার সেই ক্ষতিপূরণ দিলে আমরা ফিরব।'

19 / 24
 গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। (Photo by Shailesh Raval/The The India Today Group via Getty Images)

গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। (Photo by Shailesh Raval/The The India Today Group via Getty Images)

20 / 24
 টাটা ন্য়ানোর সামনে দাঁড়িয়ে পোজ দিলেন রতন টাটা। দেশের সবথেকে কম দামি চার চাকা গাড়ির পথ চলা শুরু হল দেশে। এই গাড়িই তৈরির কথা ছিল সিঙ্গুরে।

টাটা ন্য়ানোর সামনে দাঁড়িয়ে পোজ দিলেন রতন টাটা। দেশের সবথেকে কম দামি চার চাকা গাড়ির পথ চলা শুরু হল দেশে। এই গাড়িই তৈরির কথা ছিল সিঙ্গুরে।

21 / 24
২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। যাঁদের জমি অধিগ্রহণ হয়েছিল, নতুন মালিকানার নথি তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট ততদিনে নির্দেশ দিয়েছে ১২ সপ্তাহের মধ্যে কৃষকদের জমি ফেরাতে হবে। ৯৯৭ একর জমি ফেরানোর নির্দেশ দেয় ৩১ অগস্ট।  / AFP / Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP via Getty Images)

২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। যাঁদের জমি অধিগ্রহণ হয়েছিল, নতুন মালিকানার নথি তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট ততদিনে নির্দেশ দিয়েছে ১২ সপ্তাহের মধ্যে কৃষকদের জমি ফেরাতে হবে। ৯৯৭ একর জমি ফেরানোর নির্দেশ দেয় ৩১ অগস্ট। / AFP / Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP via Getty Images)

22 / 24
বামেরা প্রতিবাদ সভা করে। সিঙ্গুর থেকে শালবনি পদযাত্রার সূচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ততদিনে ন্যানো সিঙ্গুর ছেড়ে গুজরাটের সানন্দে চলে গিয়েছে। (Photo by Subhendu Ghosh/Hindustan Times via Getty Images)

বামেরা প্রতিবাদ সভা করে। সিঙ্গুর থেকে শালবনি পদযাত্রার সূচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ততদিনে ন্যানো সিঙ্গুর ছেড়ে গুজরাটের সানন্দে চলে গিয়েছে। (Photo by Subhendu Ghosh/Hindustan Times via Getty Images)

23 / 24
 ততদিনে জমি ফেরত পেয়েছেন সিঙ্গুরের জমিদাতারা। সিঙ্গুর দিবসের অনুষ্ঠানে শুভাপ্রসন্নর সঙ্গে মঞ্চে মেধা পাটেকর। (Photo by Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images)

ততদিনে জমি ফেরত পেয়েছেন সিঙ্গুরের জমিদাতারা। সিঙ্গুর দিবসের অনুষ্ঠানে শুভাপ্রসন্নর সঙ্গে মঞ্চে মেধা পাটেকর। (Photo by Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images)

24 / 24
২০১৬ সালের ২০ অক্টোবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শস্যদানা ছড়ালেন সেই সিঙ্গুরের সেই জমিতে। (Photo by Subhankar Chakraborty/Hindustan Times via Getty Images)

২০১৬ সালের ২০ অক্টোবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শস্যদানা ছড়ালেন সেই সিঙ্গুরের সেই জমিতে। (Photo by Subhankar Chakraborty/Hindustan Times via Getty Images)