
খরচ করতে দ্বিধা করেন না। অথচ জানলে অবাক হবেন, দামি দামি নানা প্রসাধনীর কাজটি একাই করে দিতে পারে সামান্য সবজি টম্যাটো! আর তা মাত্রা কয়েক মিনিটেই! কারণ টম্যাটোয় রয়েছে ভিটামিন সি।

ভিটামিন সি নিজেই একটি অ্যান্টিঅক্সিডেন্ট। তাই প্রতিদিনের ত্বকের পরিচর্যায় অবশ্যই টম্যাটো যোগ করতে ভুলবেন না। প্রাকৃতিক উপকারী উপাদান সমৃদ্ধ টম্যাটো আইস কিউবের মাধ্যবে ত্বকের পরিচর্যার কাজটি কিন্তু খুব সহজেই করে ফেলা সম্ভব। এই আইস কিউবই আপনার ত্বকে এনে দেবে প্রাকৃতিক জেল্লা যা অন্যের হিংসার কারণ হবে। সকলেই জানতে চাইবে আপনার মেক আপ হীন সৌন্দর্যের রহস্য!

টম্যাটো আইসকিউব আপনার ত্বকে কোলেজেনের উৎপাদন বাড়িয়ে তুলতে পারে। তবে এর জন্য প্রতিদিন আপনার উচিত ত্বকে টম্যাটো আইসকিউব লেপন করা। টম্যাটো আইস কিউব একাধিক ত্বকের সমস্যাতেও কার্যকরী।

ব্রণ: নাছোড়বান্দা ব্রণের সমস্যা কছিুতেই পিছু ছাড়ছে না? চিন্তা নেই ব্যবহার করুন টম্যাটো আইস কিউব। কারণ টম্যাটোয় থাকা ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে নাছোড়বান্দা ব্রণ উৎপন্নকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সক্ষম। এর ফলে ত্বক থাকে পরিষ্কার। এছাড়া শরীরের অন্যান্য অংশেও ব্যবহার করতে পারেন টম্যাটো আইসকিউব। পাবেন একইরকম উপকার।

ত্বক থেকে বাড়তি তেল সরায়: তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন অনেকে। ত্বকে মাত্রাতিরিক্ত তৈলাক্তভাব কমাতে সাহায্য করে টম্যাটো আইস কিউব। এর ফলে ব্রণও প্রতিরোধ করা সম্ভব হয়। এখানেই শেষ নয়। টম্যাটো আইসকিউবের নিত্য ব্যবহারে ত্বক টান টান থাকে। কারণ আইসকিউব ত্বকের কোষে জ্বল প্রবেশে সাহায্য করে। এছাড়া ত্বকের রোমকূপগুলিও পরিষ্কার থাকে। এর ফলে সেখানে জমা তেলে ব্যকটেরিয়া বংশবৃদ্ধি করার সুযোগ পায় না।

ত্বক উজ্জল করে: ব্লিচিং উপাদান থাকায় ত্বক থেকে মৃত কোষ সরিয়ে ফেলতে পারে টম্যাটো আইসকিউব। এর ফলে ত্বকের কালো ভাব চলে যায় ত্বক অনেক বেশি দ্বীপ্তিময় দেখায়। মোটকথা প্রাকৃতিক এক্সফোলিয়েটারের মতো কাজ করে টম্যাটো আইসকিউব।

কালো দাগ: টম্যাটোয় রয়েছে উচ্চমাত্রায় লাইকোপেন। যা কোলা নাচোড়বান্দা দাগকে ত্বক থেকে সারতে সাহায্য করে। এছাড়া টম্যাটোয় রয়েছে প্রাকৃতিক অ্যাসট্রিনজেন্ট উপাদান যা কালোদাগকে সরিয়ে ফেলতে পারে। তাই প্রতিদিন টম্যাটো আইসকিউব দিয়ে ত্বকে ম্যাসাজ করুন।

চোখের তলায় কালি: অনেকেরই চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে। দেখতে খারাপ লাগে। সৌন্দর্য হানি ঘটায়। এই ধরনের সমস্যার দুর্দান্ত সমাধান হল টম্যাটো আইসকিউব। প্রতিদিন ২ থেকে ৩ মিনিট চোখের তলায় ধীরেসুস্থে টম্যাটোআইসকিউব দিয়ে ম্যাসাজ করুন। ফল পাবেনই। একই সঙ্গে টম্যাটোয় থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কারণে পাবেন তাজা একটা চেহারা যা ভিড়ের মধ্যেও কাড়বে সকলের নজর!