
ক্ষতিগ্রস্ত ও নিস্তেজ ত্বককে হাইড্রেট করা একটি মাত্র ফেসপ্যাকই যথেষ্ট এমন ভাবাটা অলীক কল্পনা।কোমল করতে,ব্রণর প্রবণতা কমাতে আমরা কত কী প্রাকৃতিক উপকরণ ব্যবহার করি, তার ইয়োত্তা নেই।

শুষ্ক ত্বকের জন্য- একটি বোলে আধখানা কলা কুচি কুচি করে কেটে রাখুন। তাতে আধ খান্ডা কুচি কুচি করে কাটা শশা যোগ করে ভাল করে গ্রিন্ড করুন। একটি থকথকে পেস্ট তৈরি হবে, সেই পেস্টের মধ্যে ২-৩ টেবিল চামচ রোজ ওয়াটার দিয়ে একটি দুর্দান্ত ফেস প্যাক তৈরি করুন। শুষ্কতা দূর হবে নিমেষের মধ্যে।

উজ্জ্বল ত্বকের জন্য- একটি বোলে ২ টেবিল স্পুন আনফ্লেভারড গ্রেক ইয়োগার্ট ও এক চিমটে হলুদ গুঁড়ো. ১ চা চানচ টমেটো জুস দিয়ে ফেস প্যাক বানান। উজ্জ্বল গ্লোয়িং স্কিনের জন্য় গোটা মুখে আধঘণ্টার মতো অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন আপনার মুখ।

টানটান ত্বকের জন্য- ৩ টেবিলস্পুন ওটস পাউডার, এক চা চামচ রোজ ওয়াটারের সঙ্গে কয়ের ফোঁটা টি ট্রি ওয়েল মিশিয়ে একটি ফেস প্যার তৈরি করুন। সপ্তাহে তিনবার ব্যবহার করলে ফল মিলবে ভাল।

অ্যান্টি-এজিং স্কিনের জন্য- একটি গ্রিন্ডারের ১/৪ গাজর গ্রিন্ডকরে নিন। এর পর তাতে ২-৩ চা চামচ দুধ দিয়ে ভাল করে মিশিয়ে মিন। পেস্টটা নরম হয়ে গেলেএকটি গ্লাস কন্টেনারের মধ্যে দীর্ঘদিন ধরে রেখে দিতে পারবেন। এবার ব্যবহার করার সময় ২ চা চামচ আনফ্লেভারড দই মিশিয়ে মুখের মধ্যে প্রয়োগ করুন। রিঙ্কেলস-ফ্রি মাস্কের জন্য এই ফেলপ্যাক দুর্দান্ত।

ব্রণর প্রবণতা রয়েছে যে ত্বকে- একটি বোলের মধ্যে ২ টেবিলস্পুন মধুর ও ২-৩ টেবিলস্পুন অ্যাপেল সিডার ভিনিগার একসঙ্গে মিশিয়ে নিন। এবার তাতে ১ চা চামচ রাইস পাওডার বা চালের গুঁড়ো আবার ভাল করে মিশিয়ে নিন। গলা, মুখে ২০-৩০ মিনিটের জন্য এই ফেসপ্যাকটি ব্যবহার করুন। সপ্তাহে ৩-৪ বার এই ফেসপ্যাক ব্যবহার করলে ভাল ফল পাবেন।