WPL 2023: WPL-এ রঙের ছোঁয়া, দোল উৎসবে মাতোয়ারা বিদেশি ক্রিকেটাররাও
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Mar 07, 2023 | 4:20 PM
Holi 2023: রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। আকাশ-বাতাসে আজ রঙের ছোঁয়া। রাঙিয়ে দিয়ে যাও বলার পালা। এমন রঙিন উৎসব থেকে কি নিজেদের দূরে সরিয়ে রাখা যায়?
1 / 7
দূরে থাকতে পারলেন না এলিস পেরি, অ্যালিসা হিলি, লরেন বেল, গ্রেস হ্যারিসরা। রঙের উৎসবে মাতোয়ারা হতে দেখা গেল WPL-এর বিদেশি ক্রিকেটারদের। (ছবি:টুইটার)
2 / 7
মেয়েদের প্রিমিয়র লিগের জন্য এইমুহূর্তে ভারতে রয়েছেন পাঁচটি ফ্র্যাঞ্চাইজিতে খেলা একঝাঁক বিদেশি ক্রিকেটার। ঠিক সেইসময়ই রঙের উৎসব। বিনা দ্বিধায় উৎসবে সামিল হলেন তাঁরা। (ছবি:টুইটার)
3 / 7
খেলব হোলি আর সেলফি তুলব তা কী করে হয়? (ছবি:টুইটার)
4 / 7
জোড়া হারে মুখের রঙ ফিকে হলেও আবির রঙে নিজেদের রাঙাতে কসুর রাখলেন না স্মৃতি মান্ধানা, রিচা শর্মারা। (ছবি:টুইটার)
5 / 7
রঙ লেগেছে হতাশ আরসিবি শিবিরে। (ছবি:টুইটার)
6 / 7
নানা রঙের আবিরে রঙিন আরসিবি তারকা এলিস পেরি-সহ অন্যান্যরা। (ছবি:টুইটার)
7 / 7
ভারতীয় উৎসবের রঙে নিজেদের এভাবেই রাঙিয়ে নিলেন ভিনদেশিরা। (ছবি:টুইটার)