Bangla News Photo gallery Smriti Mandhana to Titas Sadhu list of some cricketers who will stay in focus in WIPL 2023 Auction
WPL Auction 2023: মেয়েদের আইপিএলের নিলামের আসর জমাতে তৈরি স্মৃতি-তিতাসরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 08, 2023 | 4:01 PM
WIPL 2023: উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে মোট পাঁচটি দল অংশ নেবে। প্রতিটি দলে সর্বাধিক ১৮ জন করে ক্রিকেটার থাকবে। সেদিক থেকে দেখতে হলে সব মিলিয়ে মেয়েদের আইপিএলে খেলার সুযোগ পাবেন ৯০ জন। এই ৯০ জনের মধ্যে সর্বাধিক ৩০ জন বিদেশি প্লেয়ার হতে হবে। উদ্বোধনী মেয়েদের আইপিএলের নিলামের আসর জমানোর জন্য তৈরি হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, তিতাস সাধু, রিচা ঘোষরা।
1 / 8
উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগের (WIPL) নিলামে সর্বাধিক বেস প্রাইস ৫০ লক্ষ। মেয়েদের আইপিএলের নিলামে মার্কি ক্রিকেটার রয়েছেন মোট ২৪জন। (ছবি-টুইটার)
2 / 8
ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা এর আগে মেয়েদের যে টি-২০ চ্যালেঞ্জার্স লিগ হত সেখানে ক্যাপ্টেন্সি সামলেছেন। তাই উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে (WIPL 2023 Auction) বিশেষ নজর থাকবে তাঁর দিকে। স্মৃতির বেস প্রাইস ৫০ লক্ষ। কোন দল তাঁকে কেনে তা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা। (ছবি-টুইটার)
3 / 8
ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরও এর আগে মেয়েদের টি-২০ চ্যালেঞ্জার্স লিগে খেলেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। মেয়েদের উদ্বোধনী আইপিএলের নিলামে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ। এটা বলার অপেক্ষা রাখে না যে, স্মৃতিকে মেয়েদের আইপিএলের ৫ দলের কোনও না কোনও দলে অধিনায়কের দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে। (ছবি-টুইটার)
4 / 8
ভারতকে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক শেফালি ভার্মা। জুনিয়র ও সিনিয়র দলে শেফালি নিজের ছাপ রেখে গিয়েছেন। ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে শেফালি ধারাবাহিকভাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন। মেয়েদের আইপিএলের নিলামে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ। যে কোনও দলই তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে। (ছবি-টুইটার)
5 / 8
ভারতীয় মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা এর আগে স্মৃতি-হরমনপ্রীতদের মতো মেয়েদের টি-২০ চ্যালেঞ্জার্স লিগে খেলেছেন। যে কোনও ম্যাচে তিনি পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ফলে, মেয়েদের আইপিএলের নিলামে তাঁর দিকেও বিশেষ নজর থাকবে। দীপ্তির বেস প্রাইস ৫০ লক্ষ। (ছবি-টুইটার)
6 / 8
ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য তিতাস সাধুর দিকেও মেয়েদের আইপিএলের নিলামে বিশেষ নজর থাকবে। ভারতকে বিশ্বকাপ জেতানোর পথে বাংলার মেয়ে তিতাসের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন। এ বার আইপিএলের মঞ্চ কাজে লাগাতে পারলে তিতাসের ভবিষ্যতের পথটা উজ্জ্বল হবে। (ছবি-টুইটার)
7 / 8
বাংলার মেয়ে রিচা ঘোষও শেফালি ভার্মার মতো জুনিয়র ও সিনিয়র দলের হয়ে খেলেছেন। বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচার একার ম্যাচ জেতানো ইনিংস খেলার দক্ষতা রয়েছে। ফলে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে বাংলার মেয়ের দিকেও চোখ রাখতে হবে। (ছবি-টুইটার)
8 / 8
১৩জন বিদেশি ক্রিকেটার সর্বাধিক বেস প্রাইসের ব্র্যাকেটে রয়েছেন। অজি অলরাউন্ডার এলিস পেরি, ইংল্য়ান্ডের বাঁ হাতি স্পিনার সোফি এক্লেস্টন, নিউজিল্য়ান্ড অধিনায়ক সোফি ডিভাইন এবং ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্র ডটিনদের বেস প্রাইস ৫০ লক্ষ। অস্ট্রেলিয়ার এলিস পেরি মেয়েদের আইপিএলের নিলামে বেশি দর পেতে পারেন। যে কোনও দল তাঁকে ক্যাপ্টেন করতে পারে। ফ্র্যাঞ্চাইজি লিগে কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন দুরন্ত পারফর্ম করে চলেছেন। মহিলাদের আইপিএলের নিলামে তাঁর দিকেও বিশেষ নজর থাকবে। (ছবি-টুইটার)