Smriti Mandhana: দাদাকে দেখেই ক্রিকেটের প্রতি আগ্রহ স্মৃতির

ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। ক্রিকেট আর পরিবার, এই দুই জগত তাঁর। পরিবারের সদস্যদের দেখেই ক্রিকেটকে ভালোবেসে ফেলা স্মৃতির।

| Edited By: তিথিমালা মাজী

Oct 01, 2022 | 10:00 AM

1 / 5
ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। ক্রিকেট আর পরিবার, এই দুই জগত তাঁর। পরিবারের সদস্যদের দেখেই ক্রিকেটকে ভালোবেসে ফেলা স্মৃতির।(ছবি:ইনস্টাগ্রাম)

ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। ক্রিকেট আর পরিবার, এই দুই জগত তাঁর। পরিবারের সদস্যদের দেখেই ক্রিকেটকে ভালোবেসে ফেলা স্মৃতির।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
মহারাষ্ট্রের সাংলির মেয়ে স্মৃতি ছোট থেকেই বাবা শ্রীনিবাস মান্ধানা ও দাদা শ্রবণ মান্ধানাকে ক্রিকেট খেলতে দেখে এসেছেন। দাদা শ্রবণ তখন জেলাস্তরে ক্রিকেট খেলছেন। দাদার মতো স্মৃতিরও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা শুরু।(ছবি:ইনস্টাগ্রাম)

মহারাষ্ট্রের সাংলির মেয়ে স্মৃতি ছোট থেকেই বাবা শ্রীনিবাস মান্ধানা ও দাদা শ্রবণ মান্ধানাকে ক্রিকেট খেলতে দেখে এসেছেন। দাদা শ্রবণ তখন জেলাস্তরে ক্রিকেট খেলছেন। দাদার মতো স্মৃতিরও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা শুরু।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
পরে শ্রবণ মহারাষ্ট্রের হয়ে অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে খেলেন। দাদাকে দেখে ব্যাট তুলে নেওয়া স্মৃতি ৯ বছর বয়সে  অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পান। ১১ বছর যখন বয়স তখন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন স্মৃতি।(ছবি:ইনস্টাগ্রাম)

পরে শ্রবণ মহারাষ্ট্রের হয়ে অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে খেলেন। দাদাকে দেখে ব্যাট তুলে নেওয়া স্মৃতি ৯ বছর বয়সে অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পান। ১১ বছর যখন বয়স তখন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন স্মৃতি।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
মান্ধানা পরিবারের সঙ্গে ক্রিকেট ওতপ্রোতভাবে জড়িত। তাঁর বাবা শ্রীনিবাস একজন কেমিকেল ডিস্ট্রিবিউটর। এর পাশাপাশি মেয়ের ক্রিকেট সংক্রান্ত যাবতীয় বিষয়ের দেখভাল করেন। স্মৃতি মা স্মিতা তাঁর ডায়েটিং, জামাকাপড় এবং অন্যান্য বিষয়গুলির দেখাশোনা করেন।(ছবি:ইনস্টাগ্রাম)

মান্ধানা পরিবারের সঙ্গে ক্রিকেট ওতপ্রোতভাবে জড়িত। তাঁর বাবা শ্রীনিবাস একজন কেমিকেল ডিস্ট্রিবিউটর। এর পাশাপাশি মেয়ের ক্রিকেট সংক্রান্ত যাবতীয় বিষয়ের দেখভাল করেন। স্মৃতি মা স্মিতা তাঁর ডায়েটিং, জামাকাপড় এবং অন্যান্য বিষয়গুলির দেখাশোনা করেন।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
এখনও সাংলির বাড়িতে থাকলে ব্যাট, বল হাতে বেরিয়ে পড়েন স্মৃতি ও শ্রবণ। নেটে দাদা শ্রবণের বলে অনুশীলন চালান ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার। (ছবি:ইনস্টাগ্রাম)

এখনও সাংলির বাড়িতে থাকলে ব্যাট, বল হাতে বেরিয়ে পড়েন স্মৃতি ও শ্রবণ। নেটে দাদা শ্রবণের বলে অনুশীলন চালান ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার। (ছবি:ইনস্টাগ্রাম)