Sniper Rifle: কোন সেরা ৫টি ঘাতক স্নাইপার রাইফেল ব্যবহার করে ভারতীয় সশস্ত্র বাহিনী, জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 19, 2021 | 7:25 PM

Sniper শত্রুপক্ষের নজর এড়িয়ে অতর্কিতে আঘাত হানা রণকৌশলের অবশ্যম্ভাবী অঙ্গ হিসেবে বিবেচিত হয়। লুকিয়ে শত্রুদের ওপর আক্রমণ করতে তাই স্নাইপার রাইফেলের (Sniper Rifle) জুড়ি মেলা ভার

1 / 6
অনেক সময়ই শত্রুপক্ষের নজর এড়িয়ে অতর্কিতে আঘাত হানা রণকৌশলের অবশ্যম্ভাবী অঙ্গ হিসেবে বিবেচিত হয়। লুকিয়ে শত্রুদের ওপর আক্রমণ করতে তাই স্নাইপার রাইফেলের (Sniper Rifle) জুড়ি মেলা ভার। দূর থেকেও সহজেই এই রাইফেল দিয়ে জব্দ করা যায় বিপক্ষকে। সচরাচর সিনেমার পর্দা ছাড়া দেখা যায়না এই বিশেষ রাইফেল। কিন্তু বাস্তবে এই প্রত্যেকটি সেনা অপারেশন বা সীমান্তে নিরাপত্তা জনিত প্রয়োজনে ব্যবহৃত হয় বিশেষ প্রযুক্তি এই রাইফেল। এই রাইফেলে ব্যবহৃত গুলি আলাদা ধরনের ও বিশেষ ঘাতক ক্ষমতা সম্পন্ন হয়। বর্তমানে জনপ্রিয় মোবাইল গেম ব্যাটেল গ্রাউন্ড (Battle ground mobile India) বা পাবজিতে (Pubg) এডাব্লিউএম (AWM) বা কার ৯৮ (Kar 98) এর মত স্নাইপার রাইফেল গুলির জনপ্রিয়তাও তুঙ্গে। এবার দেখে নেওয়া যাক কোন পাঁচটি ঘাতক স্নাইপার ব্যবহার করে ভারতীয় সশস্ত্র বাহিনীগুলি,

অনেক সময়ই শত্রুপক্ষের নজর এড়িয়ে অতর্কিতে আঘাত হানা রণকৌশলের অবশ্যম্ভাবী অঙ্গ হিসেবে বিবেচিত হয়। লুকিয়ে শত্রুদের ওপর আক্রমণ করতে তাই স্নাইপার রাইফেলের (Sniper Rifle) জুড়ি মেলা ভার। দূর থেকেও সহজেই এই রাইফেল দিয়ে জব্দ করা যায় বিপক্ষকে। সচরাচর সিনেমার পর্দা ছাড়া দেখা যায়না এই বিশেষ রাইফেল। কিন্তু বাস্তবে এই প্রত্যেকটি সেনা অপারেশন বা সীমান্তে নিরাপত্তা জনিত প্রয়োজনে ব্যবহৃত হয় বিশেষ প্রযুক্তি এই রাইফেল। এই রাইফেলে ব্যবহৃত গুলি আলাদা ধরনের ও বিশেষ ঘাতক ক্ষমতা সম্পন্ন হয়। বর্তমানে জনপ্রিয় মোবাইল গেম ব্যাটেল গ্রাউন্ড (Battle ground mobile India) বা পাবজিতে (Pubg) এডাব্লিউএম (AWM) বা কার ৯৮ (Kar 98) এর মত স্নাইপার রাইফেল গুলির জনপ্রিয়তাও তুঙ্গে। এবার দেখে নেওয়া যাক কোন পাঁচটি ঘাতক স্নাইপার ব্যবহার করে ভারতীয় সশস্ত্র বাহিনীগুলি,

2 / 6
১) মাউজার এসপি৬৬ (Mauser SP66):মাউজার এসপি৬৬ একটি বোল্ট অ্যাকশন স্নাইপার (Bolt Action Sniper)। এই স্নাইপার রাইফেলটি জার্মান (Germany) প্রযুক্তিতে তৈরি। ১৯৭৬ সালে প্রথম এটি তৈরি করা হয়। এই  স্নাইপারটিতে এক সঙ্গে ৭.৬২ x ৫১ মিলিমিটারের তিনটি গুলি ধরে। মাউজার এসপি৬৬ স্নাইপার রাইফেল দিয়ে ৮০০ মিটার দূর থেকে অব্যর্থ আঘাত করা সম্ভব।

১) মাউজার এসপি৬৬ (Mauser SP66):মাউজার এসপি৬৬ একটি বোল্ট অ্যাকশন স্নাইপার (Bolt Action Sniper)। এই স্নাইপার রাইফেলটি জার্মান (Germany) প্রযুক্তিতে তৈরি। ১৯৭৬ সালে প্রথম এটি তৈরি করা হয়। এই স্নাইপারটিতে এক সঙ্গে ৭.৬২ x ৫১ মিলিমিটারের তিনটি গুলি ধরে। মাউজার এসপি৬৬ স্নাইপার রাইফেল দিয়ে ৮০০ মিটার দূর থেকে অব্যর্থ আঘাত করা সম্ভব।

3 / 6
২) আইএমআই গলিল (IMI Galil):আইএমআই গলিল স্নাইপার রাইফেলটি ইজরায়েলি (Israel) প্রযুক্তিতে নির্মিত। ১৯৮০ সাল নাগাদ প্রথম বারের জন্য এটি প্রস্তুত করা হয়। স্নাইপারটিতে এক সঙ্গে ৭.৬২ x ৫১ মিলিমিটারের ১০ থেকে ২৫টি গুলি ধরে। বোল্ট অ্যাকশন স্নাইপারের তুলনায় কম নিখুঁত হলেও ৮০০ মিটার দূর থেকে আইএমআই গলিল স্নাইপার দিয়ে সঠিক নিশানায় আঘাত করা যায়। ভারতীয় নৌসেনার মার্কস ও গড়ুড় বাহিনী এই স্নাইপার ব্যবহার করে।

২) আইএমআই গলিল (IMI Galil):আইএমআই গলিল স্নাইপার রাইফেলটি ইজরায়েলি (Israel) প্রযুক্তিতে নির্মিত। ১৯৮০ সাল নাগাদ প্রথম বারের জন্য এটি প্রস্তুত করা হয়। স্নাইপারটিতে এক সঙ্গে ৭.৬২ x ৫১ মিলিমিটারের ১০ থেকে ২৫টি গুলি ধরে। বোল্ট অ্যাকশন স্নাইপারের তুলনায় কম নিখুঁত হলেও ৮০০ মিটার দূর থেকে আইএমআই গলিল স্নাইপার দিয়ে সঠিক নিশানায় আঘাত করা যায়। ভারতীয় নৌসেনার মার্কস ও গড়ুড় বাহিনী এই স্নাইপার ব্যবহার করে।

4 / 6
৩) হেকলার এবং কোখ পিএসজি১ (Heckler & Koch PSG1):হেকলার এবং কোখ পিএসজি১ স্নাইপার রাইফেলটি জার্মান প্রযুক্তিতে তৈরি।  ১৯৭২ সালে প্রথম এটি তৈরি করা হয়। এই  স্নাইপারটিতে এক সঙ্গে ৭.৬২ x ৫১ মিলিমিটারের ৫ থেকে ২০টি গুলি ধরে।  ১০০০ মিটার দূর থেকে হেকলার এবং কোখ পিএসজি১ দিয়ে শত্রুপক্ষের ওপর আঘাত করা যায়। এনএসজি (National Security Guard) ও নৌসেনার (Indian Navy) মার্কস (MARCOS) বাহিনী এই স্নাইপার ব্যবহার করে।

৩) হেকলার এবং কোখ পিএসজি১ (Heckler & Koch PSG1):হেকলার এবং কোখ পিএসজি১ স্নাইপার রাইফেলটি জার্মান প্রযুক্তিতে তৈরি। ১৯৭২ সালে প্রথম এটি তৈরি করা হয়। এই স্নাইপারটিতে এক সঙ্গে ৭.৬২ x ৫১ মিলিমিটারের ৫ থেকে ২০টি গুলি ধরে। ১০০০ মিটার দূর থেকে হেকলার এবং কোখ পিএসজি১ দিয়ে শত্রুপক্ষের ওপর আঘাত করা যায়। এনএসজি (National Security Guard) ও নৌসেনার (Indian Navy) মার্কস (MARCOS) বাহিনী এই স্নাইপার ব্যবহার করে।

5 / 6
৪) ড্রাগুনভ এসভিডি৫৯ (Dragunov SVD59):এই স্নাইপার রাইফেল রাশিয়াতে (Russia) তৈরি। ১৯৬৩ সালে এটি তৈরি করা হয়। এতে ৭.৬২ x ৫৪ মিলিমিটারের গুলি ধরে। খুব দ্রুত  ড্রাগুনভ এসভিডি৫৯ এর পরিবর্তে ন্যাটো ডিএমআর (NATO DMR) ব্যবহার করবে, এমনটাই পরিকল্পনা করেছে ভারতীয় সেনা বাহিনী।

৪) ড্রাগুনভ এসভিডি৫৯ (Dragunov SVD59):এই স্নাইপার রাইফেল রাশিয়াতে (Russia) তৈরি। ১৯৬৩ সালে এটি তৈরি করা হয়। এতে ৭.৬২ x ৫৪ মিলিমিটারের গুলি ধরে। খুব দ্রুত ড্রাগুনভ এসভিডি৫৯ এর পরিবর্তে ন্যাটো ডিএমআর (NATO DMR) ব্যবহার করবে, এমনটাই পরিকল্পনা করেছে ভারতীয় সেনা বাহিনী।

6 / 6
৫) ওএসভি ৯৬ (OSV-96): ওএসভি ৯৬ স্নাইপার রাইফেলটি রাশিয়াতে তৈরি। ২০০০ সালে এই  ঘাতক অস্ত্রটি তৈরি করা হয়। এই স্নাইপারের ম্যাগাজিনে ১২.৭ x ১৮০ মিলিমিটারের  ৫টি গুলি ধরে। এটি তুলনামূলকভাবে অনেক বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন। ১.৮ কিলোমিটার দূর থেকে এই মারণ অস্ত্র দিয়ে আঘাত হানা সম্ভব। ভারতীয় নৌসেনার মার্কস এই স্নাইপার ব্যবহার করে

৫) ওএসভি ৯৬ (OSV-96): ওএসভি ৯৬ স্নাইপার রাইফেলটি রাশিয়াতে তৈরি। ২০০০ সালে এই ঘাতক অস্ত্রটি তৈরি করা হয়। এই স্নাইপারের ম্যাগাজিনে ১২.৭ x ১৮০ মিলিমিটারের ৫টি গুলি ধরে। এটি তুলনামূলকভাবে অনেক বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন। ১.৮ কিলোমিটার দূর থেকে এই মারণ অস্ত্র দিয়ে আঘাত হানা সম্ভব। ভারতীয় নৌসেনার মার্কস এই স্নাইপার ব্যবহার করে

Next Photo Gallery