
সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের নিয়ে তৈরি হয়েছে একটি ওয়েব সিরিজ়। সিরিজ়ের নাম 'স্লিপার সেল'।

পরিচালনায় অংশুমান প্রত্যুষ। আগামী ২৮ নভেম্বর মোজোপ্লেক্স ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করবে সিরিজ়টি।

সিরিজ়ে রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা দাস। মুম্বই ও দক্ষিণী ছবিতে তাঁকে কাজ করতে দেখা যায়। অংশুমান পরিচালিত, জিৎ অভিনীত ‘প্যান্থার’ ছবিতে কাজ করেছিলেন শ্রদ্ধা। তিনিই সিরিজ়ের মুখ্য চরিত্রে।

‘ফিদা’র পর সঞ্জনাকেও দেখা যাবে এই সিরিজ়ে।

সব্যসাচী চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল, সুদীপ মুখোপাধ্যায়, দীপাঞ্জন বসাক, বুদ্ধদেব ভট্টাচার্যর মতো অভিনেতারা রয়েছেন এই সিরিজ়ে।

তিন মাস আগে কলকাতা এবং কলকাতার আশপাশের অঞ্চলে শুটিং হয়েছে ‘স্লিপার সেল’-এর।