Sleeper Cell: আসন্ন বাংলা ওয়েব সিরিজ় ‘স্লিপার সেল’-এর শুটিং কীভাবে হয়েছে, দেখুন ছবিতে
সিরিজ় সম্পর্কে অংশুমান প্রত্যুষ TV9 বাংলাকে বলেছেন, “২৮ তারিখ থেকে আমাদের সিরিজ়টির স্ট্রিমিং শুরু। সন্ত্রাসবাদের প্রভাব আমাদের সকলের জীবনেই রয়েছে। যাঁরা এর বিরুদ্ধে লড়াই চালায়, সেই আনসাং হিরোদের জীবনকে আমরা দেখাতে চেয়েছি এই সিরিজ়ে।”