Bangla News Photo gallery Sonela Paul surprised Indian National team footballer Pritam Kotal by giving him engagement ring at starbucks, see pics
Pritam Kotal: ‘রিং’য়ে দুর্দান্ত গোল! প্রীতমকে চমকে দিলেন প্রিয়তমা সোনেলা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 29, 2023 | 6:28 PM
Pritam Kotal-Sonela Paul Engagement: ভারতীয় ফুটবলে এ বার সানাই বাজার পালা। ক্যালেন্ডারের পাতা ওল্টালেই আসছে সদ্য আইএসএল জয়ী মোহনবাগানের তারকা ফুটবলার প্রীতম কোটালের বিয়ে। দিনক্ষণও পাকা। আগামী ১৭ এপ্রিল প্রীতম-সোনেলার চার হাত এক হওয়ার পালা। বিয়ের আসর সাজার অপেক্ষা। এ দিকে বিয়ের আগে সোনেলা দারুণ চমক দিলেন প্রীতমকে।
1 / 7
এটিকে মোহনবাগান এ বারের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর, মাঠের মধ্যেই দীর্ঘদিনের বান্ধবী সোনেলা পালকে (Sonela Paul) আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রীতম কোটাল (Pritam Kotal)। (ছবি-সোনেলা পাল ইন্সটাগ্রাম)
2 / 7
সেই ছবি ক্যামেরাবন্দি হয়েছিল। সোনেলার সামনে হাঁটুমুড়ে বসে আংটি পরিয়ে বাগান অধিনায়ক প্রীতম কোটাল বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এ বার ছিল সোনেলার চমকে দেওয়ার পালা। (ছবি-সোনেলা পাল ইন্সটাগ্রাম)
3 / 7
ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতে কলকাতায় ফিরেছেন প্রীতম কোটাল। ইম্ফল থেকে কলকাতায় ফেরার পর হবু স্ত্রী সোনেলার সঙ্গে একান্তে সময় কাটাতে পৌঁছে গিয়েছেন প্রীতম। কফির কাপে চুমুক দিতে দিতে সোনেলার সঙ্গে গল্প জমার জন্য আদর্শ স্থান স্টারবাকস। (ছবি-সোনেলা পাল ইন্সটাগ্রাম)
4 / 7
সেখানে গিয়েই প্রীতমকে বিশেষ চমক দিয়েছেন সোনেলা। প্রীতমকে স্টারবাকসের ওপরের ফ্লোরে পাঠিয়ে সোনেলা বলেন, 'তুমি যাও... আমি আসছি।' (নিজস্ব চিত্র)
5 / 7
প্রীতম কফির অপেক্ষায় থাকাকালীন জানতেন না, তাঁর জন্য কী চমক অপেক্ষা করছে! আসলে প্রীতমকে ওপরে পাঠিয়ে সোনেলা যান, সেখানে যারা কফি তৈরি করছিল তাদের কাছে। ওয়েটারদের সহযোগিতায় ২টো ট্রে-তে কফি সাজানো হয়। (নিজস্ব চিত্র)
6 / 7
একটা বিশেষ ট্রে সাজানো হয় প্রীতমের জন্য। সেখানে ছিল কফি, চিজ-কেক ও প্রীতমের জন্য এনগেজমেন্ট রিং। আর ঠিক ১৮দিন পর জীবনের নতুন অধ্যায় শুরু করবেন প্রীতম-সোনেলা। (নিজস্ব চিত্র)
7 / 7
প্রীতম আইএসএল চ্যাম্পিয়ন হয়ে মাঠে রিং পরিয়ে সোনেলাকে চমকে দিয়েছিলেন। ঠিক একই ভাবে সোনেলা এ বার কফি ট্রে-তে এনগেজমেন্ট রিং দিয়ে প্রীতমকে পাল্টা চমক দিলেন। এমন সারপ্রাইজে বাঁধনহারা উচ্ছ্বাসে প্রীতম। (নিজস্ব চিত্র)